টেলিভিশনে মুক্তি পাবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’
ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে করোনা পরিস্থিতি। খুলেছে প্রেক্ষাগৃহ। আর তাই একের পর এক ছবি মুক্তি পাচ্ছে সিনেমাহলে। কলকাতায় এবার সিনেমাহল জমজমাট। একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা ঘোষণা হয়েছে। যার মধ্যে আছেন দেব, জিৎ, কোয়েল, পরমব্রত, মিমি, চিরঞ্জিতের মতো তারকারা।