Ajker Patrika

দেব–রুক্মিণীর ‘কিশমিশ’ আসবে শীতে

বিনোদন ডেস্ক
Thumbnail image

ভীষণ বিপদে আছেন সাংসদ দেব অধিকারী। যে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি তিনি, সেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখন ভয়াবহ বন্যা। কদিন আগেই একহাঁটু পানিতে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন।

এ পরিস্থিতিতে এল তাঁর নতুন ছবির খবর। গতকাল থেকে শুটিং শুরু হয়েছে ‘কিশমিশ’ ছবির। বানাচ্ছেন রাহুল মুখোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন দেব। যদিও ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগেই। মুক্তি দেওয়ার কথা ছিল পূজায়। কিন্তু একদিকে করোনা, অন্যদিকে বন্যা–শুটিংয়ে মনই দিতে পারেননি অভিনেতা।

যেহেতু শুটিং পিছিয়ে গেছে, তাই পূজায় নয়; আসছে শীতে যেকোনো তারিখে মুক্তি পাবে ‘কিশমিশ’। অবশ্য যদি পৃথিবী সুস্থ থাকে। দর্শকদের কাছে দেব আবেদন করেছেন, সবাই যেন নিজের দিকে খেয়াল রেখে, সুস্থ থেকে সিনেমা হলে আসেন।

‘কিশমিশ’ ছবিতে দেব১০ আগস্ট ‘কিশমিশ’ ছবির একটি অ্যানিমেটেড টিজার প্রকাশ করা হয়েছে। টিজার শুরু হয় দেবের কণ্ঠে। শুরুতেই অভিনেতা নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন ফেলুদা নামে। তবে তিনি গোয়েন্দা ফেলুদা নন। তিনি একজন ছাত্র আর তাঁর নাম ফেলু-দা। আসলে এই ছবিতে তাঁর নাম কৃশানু, যে পড়াশোনায় একদমই ভালো নয়। রোহিনী নামের এক মেয়েকে ভালোবাসে কৃশানু। স্বপ্ন দেখে, রোহিনীকে সে বিয়ে করবে। কিন্তু রোহিনী তাকে পাত্তাই দিচ্ছে না। রোহিনী চরিত্রে আছেন রুক্মিনী।

তবে কলেজছাত্রের পাশাপাশি একজন প্রাপ্ত বয়স্কের লুকেও দেখা গেছে দেবকে। সেই লুক দেখে মনে হচ্ছে তিনি ঘোর সংসারী। চরিত্রের প্রয়োজনে এর আগেও গোঁফ রেখেছেন অভিনেতা। কিন্তু এবারের লুক একেবারেই আলাদা। ছবিতে চার ধরনের চরিত্রে দেখা যাবে দেবকে।

দেব জানিয়েছেন, ‘কিশমিশ’ পুরোপুরি একটি প্রেমের ছবি। কিন্তু তাঁর এই চার ধরনের লুক দেখে বোঝাই যাচ্ছে, এই প্রেমকাহিনিতে রয়েছে অনেক টুইস্ট।

‘কিশমিশ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা, যীশু সেনগুপ্ত, জুন মালিয়া, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। অনেকেই মনে করছেন, দেবের জন্মদিন উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে ছবিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত