বিনোদন প্রতিবেদক
আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার দেব ও বাংলাদেশের জাহরা মিতু অভিনীত ‘কমান্ডো’। শাপলা মিডিয়ায় প্রযোজিত বড় বাজেটের এই ছবির শুটিং অনিশ্চিত বলে খবর রটেছিল। ইতিমধ্যে দুই দফা ছবিটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেল, নতুন এই লটেই শেষ করা হবে পুরো ছবির শুটিং।
শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান জানান, ছবিটি নিয়ে গুজব রটেছিল আর শুটিং হবে না। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তিনি বলেন,‘আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। থাইল্যান্ডে শুটিং হবে। সেদেশে শুটিংয়ের অনুমতি আমরা পেয়েছি। ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ ছবির দৃশ্যধারণ শেষ হবে।’
টানা দুই সপ্তাহে শুটিংয়ে ছবিটির কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। কলকাতায় বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ হয়। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ।
চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।
আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার দেব ও বাংলাদেশের জাহরা মিতু অভিনীত ‘কমান্ডো’। শাপলা মিডিয়ায় প্রযোজিত বড় বাজেটের এই ছবির শুটিং অনিশ্চিত বলে খবর রটেছিল। ইতিমধ্যে দুই দফা ছবিটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেল, নতুন এই লটেই শেষ করা হবে পুরো ছবির শুটিং।
শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান জানান, ছবিটি নিয়ে গুজব রটেছিল আর শুটিং হবে না। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তিনি বলেন,‘আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। থাইল্যান্ডে শুটিং হবে। সেদেশে শুটিংয়ের অনুমতি আমরা পেয়েছি। ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ ছবির দৃশ্যধারণ শেষ হবে।’
টানা দুই সপ্তাহে শুটিংয়ে ছবিটির কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। কলকাতায় বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ হয়। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ।
চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৮ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৯ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২১ ঘণ্টা আগে