Ajker Patrika

দেব ভক্তদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক
Thumbnail image

করোনার আতঙ্ক ঝাঁকিয়ে বসেছে ভারতজুড়ে। আংশিক লকডাউন দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। একের পর এক টলিউড তারকা করোনায় আক্রান্ত। গত কয়েকদিনে সৃজিত, জিৎ গাঙ্গুলি, পার্নো-সহ অনেকেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বলাই যায়, সময় বড়ই অনিশ্চিত। তৃতীয় ঢেউ এসে পড়ল বলে, এমনই আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। তবে এতকিছুতেও মানুষের মনের জোর নিয়ে লক্ষ্যে অবিচল অভিনেতা-প্রযোজক দেব।

করোনা বিধ্বস্ত কলকাতার ছবিতে মরা গাঙে জোয়ার এনেছিল দেবের ‘গোলন্দাজ’। তবে দেবের ডিসেম্বর রিলিজ ‘টনিক’ সব হিসাব পালটে দিয়েছে। একদম স্বল্প বাজেটের এই ছবি এমনভাবে দর্শককে হলমুখী করে তুলবে তা কে জানত! রণবীর-দীপিকার ‘৮৩’ যেখানে ব্যর্থ, সেখানে কলকাতার সিনেমা হলে পুষ্পা, স্পাইডারম্যানকে টেক্কা দিচ্ছে ‘টনিক’।

নতুন বছরের শুরুতেই সুখবর দিয়েছেন দেব। ‘টনিক’ পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে পরবর্তী ছবি ‘প্রজাপতি’র ঘোষণা দিয়েছেন। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা সেই ছবির। এর মাঝেই দেব ঘোষণা করলেন ‘কাছের মানুষ’ মুক্তির তারিখ। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি ‘কাছের মানুষ’, এই ছবির দুই কেন্দ্রে রয়েছে টলিউডের দুই মাথা- প্রসেনজিৎ ও দেব। ছবি প্রযোজনাতেও দেবের প্রতিষ্ঠান। দেব স্পষ্ট করলেন সব ঠিক থাকলে চলতি বছর দুর্গাপুজায় মুক্তি পাবে ‘কাছের মানুষ’।

‘কাছের মানুষ’ ছবির পোস্টারদেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সময় বড় অনিশ্চিত, তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে চলতি বছর পুজায় মুক্তি পাবে কাছের মানুষ’।

এর আগে সৃজিত মুখার্জির ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলিউড সুপারস্টার, তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি, কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই দেব-প্রসেনজিৎ। এছাড়াও দেবের ‘ককপিট’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন বুম্বাদা। এই ছবিতে দেব আর বুম্বাদা ছাড়াও থাকছেন ইশা সাহা।

অভিনেতা ও প্রযোজক দেবের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কিশমিশ’-এর তবে সেই পরিকল্পনা বাতিল করেছেন দেব। এর মাঝেই ‘খেলাঘর’ ছবির শুটিং শুরু করবেন দেব, সেই ছবির পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ‘রঘু ডাকাত’ হয়েও সামনে আসবেন তিনি। এর মাঝেই ‘প্রজাপতি’র ঘোষণায় চমকে দিয়েছেন টলিউডের এই ব্যস্ততম হিরো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত