বিনোদন ডেস্ক
করোনার আতঙ্ক ঝাঁকিয়ে বসেছে ভারতজুড়ে। আংশিক লকডাউন দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। একের পর এক টলিউড তারকা করোনায় আক্রান্ত। গত কয়েকদিনে সৃজিত, জিৎ গাঙ্গুলি, পার্নো-সহ অনেকেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বলাই যায়, সময় বড়ই অনিশ্চিত। তৃতীয় ঢেউ এসে পড়ল বলে, এমনই আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। তবে এতকিছুতেও মানুষের মনের জোর নিয়ে লক্ষ্যে অবিচল অভিনেতা-প্রযোজক দেব।
করোনা বিধ্বস্ত কলকাতার ছবিতে মরা গাঙে জোয়ার এনেছিল দেবের ‘গোলন্দাজ’। তবে দেবের ডিসেম্বর রিলিজ ‘টনিক’ সব হিসাব পালটে দিয়েছে। একদম স্বল্প বাজেটের এই ছবি এমনভাবে দর্শককে হলমুখী করে তুলবে তা কে জানত! রণবীর-দীপিকার ‘৮৩’ যেখানে ব্যর্থ, সেখানে কলকাতার সিনেমা হলে পুষ্পা, স্পাইডারম্যানকে টেক্কা দিচ্ছে ‘টনিক’।
নতুন বছরের শুরুতেই সুখবর দিয়েছেন দেব। ‘টনিক’ পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে পরবর্তী ছবি ‘প্রজাপতি’র ঘোষণা দিয়েছেন। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা সেই ছবির। এর মাঝেই দেব ঘোষণা করলেন ‘কাছের মানুষ’ মুক্তির তারিখ। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি ‘কাছের মানুষ’, এই ছবির দুই কেন্দ্রে রয়েছে টলিউডের দুই মাথা- প্রসেনজিৎ ও দেব। ছবি প্রযোজনাতেও দেবের প্রতিষ্ঠান। দেব স্পষ্ট করলেন সব ঠিক থাকলে চলতি বছর দুর্গাপুজায় মুক্তি পাবে ‘কাছের মানুষ’।
দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সময় বড় অনিশ্চিত, তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে চলতি বছর পুজায় মুক্তি পাবে কাছের মানুষ’।
এর আগে সৃজিত মুখার্জির ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলিউড সুপারস্টার, তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি, কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই দেব-প্রসেনজিৎ। এছাড়াও দেবের ‘ককপিট’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন বুম্বাদা। এই ছবিতে দেব আর বুম্বাদা ছাড়াও থাকছেন ইশা সাহা।
অভিনেতা ও প্রযোজক দেবের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কিশমিশ’-এর তবে সেই পরিকল্পনা বাতিল করেছেন দেব। এর মাঝেই ‘খেলাঘর’ ছবির শুটিং শুরু করবেন দেব, সেই ছবির পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ‘রঘু ডাকাত’ হয়েও সামনে আসবেন তিনি। এর মাঝেই ‘প্রজাপতি’র ঘোষণায় চমকে দিয়েছেন টলিউডের এই ব্যস্ততম হিরো।
করোনার আতঙ্ক ঝাঁকিয়ে বসেছে ভারতজুড়ে। আংশিক লকডাউন দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। একের পর এক টলিউড তারকা করোনায় আক্রান্ত। গত কয়েকদিনে সৃজিত, জিৎ গাঙ্গুলি, পার্নো-সহ অনেকেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বলাই যায়, সময় বড়ই অনিশ্চিত। তৃতীয় ঢেউ এসে পড়ল বলে, এমনই আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। তবে এতকিছুতেও মানুষের মনের জোর নিয়ে লক্ষ্যে অবিচল অভিনেতা-প্রযোজক দেব।
করোনা বিধ্বস্ত কলকাতার ছবিতে মরা গাঙে জোয়ার এনেছিল দেবের ‘গোলন্দাজ’। তবে দেবের ডিসেম্বর রিলিজ ‘টনিক’ সব হিসাব পালটে দিয়েছে। একদম স্বল্প বাজেটের এই ছবি এমনভাবে দর্শককে হলমুখী করে তুলবে তা কে জানত! রণবীর-দীপিকার ‘৮৩’ যেখানে ব্যর্থ, সেখানে কলকাতার সিনেমা হলে পুষ্পা, স্পাইডারম্যানকে টেক্কা দিচ্ছে ‘টনিক’।
নতুন বছরের শুরুতেই সুখবর দিয়েছেন দেব। ‘টনিক’ পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে পরবর্তী ছবি ‘প্রজাপতি’র ঘোষণা দিয়েছেন। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা সেই ছবির। এর মাঝেই দেব ঘোষণা করলেন ‘কাছের মানুষ’ মুক্তির তারিখ। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি ‘কাছের মানুষ’, এই ছবির দুই কেন্দ্রে রয়েছে টলিউডের দুই মাথা- প্রসেনজিৎ ও দেব। ছবি প্রযোজনাতেও দেবের প্রতিষ্ঠান। দেব স্পষ্ট করলেন সব ঠিক থাকলে চলতি বছর দুর্গাপুজায় মুক্তি পাবে ‘কাছের মানুষ’।
দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সময় বড় অনিশ্চিত, তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে চলতি বছর পুজায় মুক্তি পাবে কাছের মানুষ’।
এর আগে সৃজিত মুখার্জির ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলিউড সুপারস্টার, তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি, কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই দেব-প্রসেনজিৎ। এছাড়াও দেবের ‘ককপিট’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন বুম্বাদা। এই ছবিতে দেব আর বুম্বাদা ছাড়াও থাকছেন ইশা সাহা।
অভিনেতা ও প্রযোজক দেবের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কিশমিশ’-এর তবে সেই পরিকল্পনা বাতিল করেছেন দেব। এর মাঝেই ‘খেলাঘর’ ছবির শুটিং শুরু করবেন দেব, সেই ছবির পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ‘রঘু ডাকাত’ হয়েও সামনে আসবেন তিনি। এর মাঝেই ‘প্রজাপতি’র ঘোষণায় চমকে দিয়েছেন টলিউডের এই ব্যস্ততম হিরো।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে