Ajker Patrika

ব্যোমকেশের পর ফেলুদা করতে চাই: দেব

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮: ০১
ব্যোমকেশের পর ফেলুদা করতে চাই: দেব

বাণিজ্যিক সিনেমার রোমান্টিক হিরোর তকমা অনেকটা ঝেড়ে ফেলছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। গত কয়েক বছর ধরে নিজেকে ভেঙেছেন। একের পর এক গল্পনির্ভর সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। দেব যেন নিজেকেই নিজে চ্যালেঞ্জ করে চলেছেন।

গোলন্দাজের নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হোক বা কিশমিশের টিনটিন বা বাঘা যতীন, দেব নিজেকে ভেঙে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে আপাতত দর্শকদের অপেক্ষা দেবের ব্যোমকেশের, যা মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

ব্যোমকেশ চরিত্রে অভিনয় করা নিয়ে গত বছর থেকেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দেবকে। উত্তম কুমার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণদের পর অনেকেই ব্যোমকেশ হিসেবে মানতে রাজি নন এই অভিনেতাকে।

এবার দেব ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন ব্যোমকেশের পর এবার তাঁর ইচ্ছে ফেলুদা হওয়ার। দেবের কথায়, ‘সুযোগ এলে ফেলুদা না করার কিছু নেই। তবে তার মানে—আজ বললাম কালই করব তা নয়। এখনো অনেক সময় আছে। এখনো অনেক কাজ করা বাকি। কোনো দিন হয়তো বাবুদাকে (সন্দীপ রায়) বলব যে, ফেলুদা করতে চাই।’

‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীততবে দেব জানিয়েছেন, সিনেমায় ব্যোমকেশ হিসেবে তিনি এগিয়ে রাখবেন আবীর চট্টোপাধ্যায়কে। আর ওয়েব সিরিজে সেখানে এগিয়ে থাকবেন অনির্বাণ।

উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, গৌরব চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যকে এখন পর্যন্ত বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতে সুশান্ত সিং রাজপুত ‘ডিটেকটিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দেবের নাম।

আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। দেব ছাড়াও বিরসা দাশগুপ্ত পরিচালিত মিস্ট্রি থ্রিলার ঘরানার এ সিনেমায় আরও দেখা যাবে রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, শান্তিলাল মুখার্জি, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য প্রমুখকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত