প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা দেব। ‘কমান্ডো’ নামের ছবিতে দেবের বিপরীতে থাকছেন বাংলাদেশের জাহারা মিতু। ২০২০ সালের ১১ মার্চ কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে ১১ দিনের দৃশ্যধারণের পর বন্ধ হয়ে যায় শুটিং। এরপর ছবিটির টিজার প্রকাশ হলেও সমালোচনার মুখে পড়তে হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া টিজারটি সরিয়ে ফেলে। সে বছরেরই নভেম্বরে মাত্র চার দিনের শুটিং হয়। এরপর কয়েক দফায় পরিকল্পনা করা হলেও করোনা পরিস্থিতির কারণে শুটিং করা যায়নি। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় নতুন করে শুটিং পরিকল্পনা সাজানো হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ছবির বাকি অংশের শুটিং থাইল্যান্ডে হওয়ার কথা। তবে এখন পর্যন্ত অনুমতি না পাওয়ায় সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘ডিসেম্বরেই থাইল্যান্ডে ছবির শুটিং শুরু করাতে চাইছি। কিন্তু এখনো শুটিংয়ের জন্য অনুমতি দেয়নি থাই সরকার। আমরা অপেক্ষা করছি।’
ছবির নায়িকা জাহারা মিতু বলেন, ‘অনেকেই ধারণা করছেন “কমান্ডো”র ভবিষ্যৎ অনিশ্চিত। দাবি করা হচ্ছে, প্রযোজক ও পরিচালকের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছে। এসব মনগড়া কথা। সেলিম ভাই (প্রযোজক) গত মাসেও কল করে বলেছেন শুটিংয়ের কথা। থাইল্যান্ডে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় নতুন করে ডেট ঠিক করতে হচ্ছে। ‘কমান্ডো’ শাপলা মিডিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট, দেব অভিনীত বাংলাদেশের প্রথম ছবি। আর আমার জন্য অবশ্যই স্বপ্নের চেয়ে বেশি।’
‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী মিতু ভারতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’-এরও একজন ফাইনালিস্ট। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের প্রথম রানারআপ। সেই মঞ্চেই তিনি জিতেছিলেন ‘মিস ফ্যাশন আইকন’ ও ‘মিস ন্যাশনাল কস্টিউম’-এর খেতাব।
মিতুর শুরুটা হয় শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ছবির মাধ্যমে। যদিও ছবির শুটিং এখন আটকে আছে। দ্বিতীয় ছবিতে মিতু অভিনেতা হিসেবে পান দেবকে, ‘কমান্ডো’ ছবির মাধ্যমে।
প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা দেব। ‘কমান্ডো’ নামের ছবিতে দেবের বিপরীতে থাকছেন বাংলাদেশের জাহারা মিতু। ২০২০ সালের ১১ মার্চ কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে ১১ দিনের দৃশ্যধারণের পর বন্ধ হয়ে যায় শুটিং। এরপর ছবিটির টিজার প্রকাশ হলেও সমালোচনার মুখে পড়তে হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া টিজারটি সরিয়ে ফেলে। সে বছরেরই নভেম্বরে মাত্র চার দিনের শুটিং হয়। এরপর কয়েক দফায় পরিকল্পনা করা হলেও করোনা পরিস্থিতির কারণে শুটিং করা যায়নি। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় নতুন করে শুটিং পরিকল্পনা সাজানো হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ছবির বাকি অংশের শুটিং থাইল্যান্ডে হওয়ার কথা। তবে এখন পর্যন্ত অনুমতি না পাওয়ায় সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘ডিসেম্বরেই থাইল্যান্ডে ছবির শুটিং শুরু করাতে চাইছি। কিন্তু এখনো শুটিংয়ের জন্য অনুমতি দেয়নি থাই সরকার। আমরা অপেক্ষা করছি।’
ছবির নায়িকা জাহারা মিতু বলেন, ‘অনেকেই ধারণা করছেন “কমান্ডো”র ভবিষ্যৎ অনিশ্চিত। দাবি করা হচ্ছে, প্রযোজক ও পরিচালকের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছে। এসব মনগড়া কথা। সেলিম ভাই (প্রযোজক) গত মাসেও কল করে বলেছেন শুটিংয়ের কথা। থাইল্যান্ডে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় নতুন করে ডেট ঠিক করতে হচ্ছে। ‘কমান্ডো’ শাপলা মিডিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট, দেব অভিনীত বাংলাদেশের প্রথম ছবি। আর আমার জন্য অবশ্যই স্বপ্নের চেয়ে বেশি।’
‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী মিতু ভারতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’-এরও একজন ফাইনালিস্ট। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের প্রথম রানারআপ। সেই মঞ্চেই তিনি জিতেছিলেন ‘মিস ফ্যাশন আইকন’ ও ‘মিস ন্যাশনাল কস্টিউম’-এর খেতাব।
মিতুর শুরুটা হয় শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ছবির মাধ্যমে। যদিও ছবির শুটিং এখন আটকে আছে। দ্বিতীয় ছবিতে মিতু অভিনেতা হিসেবে পান দেবকে, ‘কমান্ডো’ ছবির মাধ্যমে।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১৭ মিনিট আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২৬ মিনিট আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগে