ঢাকাই ছবির মতো পুরো বছরটা খুঁড়িয়ে চলেছে টালিউডও। কলকাতার বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিতে অক্টোবরের আগ পর্যন্ত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘ লকডাউন কাটিয়ে অনভ্যস্ত দর্শককে হলে ফেরানোটা যেমন ছিল কঠিন, তেমনই চ্যালেঞ্জের।
চিত্রটা বদলায় অক্টোবরের শুরুতে। দেব প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১০ অক্টোবর। এ ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেন। হলে ভিড় করে ‘গোলন্দাজ’ দেখতে শুরু করেন দর্শক। এ ছবির হাত ধরেই চলতি বছর প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে টালিউড।
এরপর দেব প্রযোজিত আরেক ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ রিলিজ দেওয়া হয় টেলিভিশনে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিটিও ভালোই প্রশংসা পেয়েছে।
দেব প্রযোজিত বছরের সর্বশেষ ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। মুক্তির পরই সমস্ত রেকর্ড ছাপিয়ে ফেলেছে ‘টনিক’। শো হাউসফুল তো বটেই, এমনই অবস্থা, টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না!
বাধ্য হয়ে অতিরিক্ত শোয়ের ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্স। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। টুইটারে লিখেছেন, ‘করোনা পরবর্তী সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে টনিক। অনুরাগীদের ভালবাসা আর ভরসার জন্য ধন্যবাদ।’
‘টনিক’ ছবির হাল ধরেছেন দুই অভিনেতা— পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। ‘টনিক’ করতে গিয়ে আশি বছর বয়সেও বিরাট ঝুঁকি নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চড়েছেন, বেলুন ধরে উড়েছেন। ছবির ট্যাগলাইন ‘নো প্যানিক অনলি টনিক’ মনে ধরেছে দর্শকদের।
‘টনিক’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। প্রযোজনায় বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
ঢাকাই ছবির মতো পুরো বছরটা খুঁড়িয়ে চলেছে টালিউডও। কলকাতার বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিতে অক্টোবরের আগ পর্যন্ত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘ লকডাউন কাটিয়ে অনভ্যস্ত দর্শককে হলে ফেরানোটা যেমন ছিল কঠিন, তেমনই চ্যালেঞ্জের।
চিত্রটা বদলায় অক্টোবরের শুরুতে। দেব প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১০ অক্টোবর। এ ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেন। হলে ভিড় করে ‘গোলন্দাজ’ দেখতে শুরু করেন দর্শক। এ ছবির হাত ধরেই চলতি বছর প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে টালিউড।
এরপর দেব প্রযোজিত আরেক ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ রিলিজ দেওয়া হয় টেলিভিশনে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিটিও ভালোই প্রশংসা পেয়েছে।
দেব প্রযোজিত বছরের সর্বশেষ ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। মুক্তির পরই সমস্ত রেকর্ড ছাপিয়ে ফেলেছে ‘টনিক’। শো হাউসফুল তো বটেই, এমনই অবস্থা, টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না!
বাধ্য হয়ে অতিরিক্ত শোয়ের ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্স। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। টুইটারে লিখেছেন, ‘করোনা পরবর্তী সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে টনিক। অনুরাগীদের ভালবাসা আর ভরসার জন্য ধন্যবাদ।’
‘টনিক’ ছবির হাল ধরেছেন দুই অভিনেতা— পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। ‘টনিক’ করতে গিয়ে আশি বছর বয়সেও বিরাট ঝুঁকি নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চড়েছেন, বেলুন ধরে উড়েছেন। ছবির ট্যাগলাইন ‘নো প্যানিক অনলি টনিক’ মনে ধরেছে দর্শকদের।
‘টনিক’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। প্রযোজনায় বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
২০ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
২০ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
২০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
২০ ঘণ্টা আগে