একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন কলকাতার বাংলা ছবির দুই সুপারস্টার। দেবের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কয়েক দিন আগেই জানা গিয়েছিল, জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ। এবার খবর এল, শুধু জিৎ নয়, দেবের সঙ্গেও দেখা দেবেন বুম্বা। ‘কাছের মানুষ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের।
প্রসেনজিৎ, দেব ছাড়াও ছবিতে থাকবেন ইশা সাহা। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ। ‘কাছের মানুষ’ ছবি নিয়ে দেব বলেন, ‘বুম্বাদা ছবিটা করতে রাজি হয়েছেন, এটাই আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। এ গল্পটা নিয়ে এক বছর ধরে আমি আর পথিকৃৎ পড়ে আছি। যখন চিত্রনাট্য শেষ হলো, আমি প্রথমেই বুঝেছিলাম বুম্বাদা ছাড়া এই ছবি হবে না।’
এই ছবির গল্প দেব ও পরিচালক দুজন মিলে লিখেছেন। দেবের কথায়, ‘আমি কো-রাইট করেছি ছবিটা। বলা যেতে পারে সত্যি ঘটনার ওপর তৈরি এই ছবি। দুজন একেবারে ভিন্ন, দুই মেরুর মানুষের মধ্যেও সখ্য গড়ে উঠতে পারে, এটাই দেখানো হয়েছে ছবিতে।’
আগামী ডিসেম্বর থেকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রসেনজিৎ ও দেব। শুটিং হবে কলকাতায়।
একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন কলকাতার বাংলা ছবির দুই সুপারস্টার। দেবের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কয়েক দিন আগেই জানা গিয়েছিল, জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ। এবার খবর এল, শুধু জিৎ নয়, দেবের সঙ্গেও দেখা দেবেন বুম্বা। ‘কাছের মানুষ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের।
প্রসেনজিৎ, দেব ছাড়াও ছবিতে থাকবেন ইশা সাহা। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ। ‘কাছের মানুষ’ ছবি নিয়ে দেব বলেন, ‘বুম্বাদা ছবিটা করতে রাজি হয়েছেন, এটাই আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। এ গল্পটা নিয়ে এক বছর ধরে আমি আর পথিকৃৎ পড়ে আছি। যখন চিত্রনাট্য শেষ হলো, আমি প্রথমেই বুঝেছিলাম বুম্বাদা ছাড়া এই ছবি হবে না।’
এই ছবির গল্প দেব ও পরিচালক দুজন মিলে লিখেছেন। দেবের কথায়, ‘আমি কো-রাইট করেছি ছবিটা। বলা যেতে পারে সত্যি ঘটনার ওপর তৈরি এই ছবি। দুজন একেবারে ভিন্ন, দুই মেরুর মানুষের মধ্যেও সখ্য গড়ে উঠতে পারে, এটাই দেখানো হয়েছে ছবিতে।’
আগামী ডিসেম্বর থেকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রসেনজিৎ ও দেব। শুটিং হবে কলকাতায়।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১০ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১২ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১৩ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৬ ঘণ্টা আগে