গত সপ্তাহে মালিক সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এক সাংবাদিকের বাংলায় প্রশ্ন করার ব্যাপারে আপত্তি তুলে বিতর্কের মুখে পড়েন প্রসেনজিৎ। বাংলা ভাষাকে হেয় করার অভিযোগ উঠেছে প্রসেনজিতের বিরুদ্ধে। কয়েক দিন চুপ থাকার পর এবার বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন সেদিনের ঘটান ছিল ভুল বোঝাবুঝি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গত কয়েক বছর বলিউডেই বেশি ব্যস্ত। হিন্দি সিরিজ ও সিনেমায় তাঁর অভিনয় সর্বভারতীয় স্তরে প্রশংসিতও হচ্ছে। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলো বলিউডে তাঁর অবস্থান পোক্ত করেছে।
টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন হিন্দি সিরিজেও অভিনয় করেন। তাই নিয়মিত দেখেন হিন্দি ভাষার সিরিজগুলো। বোম্বে টাইমসকে প্রসেনজিৎ জানিয়েছেন সম্প্রতি দেখা তাঁর প্রিয় দুই সিরিজের নাম। কেন ভালো লেগেছে সিরিজ দুটো, জানিয়েছেন সেটাও।
মুক্তির অপেক্ষায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’। উত্তম-সুচিত্রার পর টালিউডের দর্শকপ্রিয় আরেক জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এ দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে বহুবার উঠেছে নানা প্রশ্ন। মাঝে অনেক বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। শোনা যায়, ভুল বোঝাবুঝি দূরত্ব এনেছিল দুজনের মধ্যে। অনেক ভক্তের মনেই