Ajker Patrika

প্রসেনজিতের পরিচালনায় কঙ্গনা

প্রসেনজিতের পরিচালনায় কঙ্গনা

নব্বইয়ের দশকে ‘পুরুষোত্তম’ ও ‘আমি সেই মেয়ে’ নামে দুটি সিনেমা পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ বছর পর আবার ক্যামেরার পেছনে ফিরছেন তিনি। তবে বাংলা নয়, সিনেমাটি তিনি বানাবেন হিন্দি ভাষায়। ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের দাপুটে অভিনেত্রী নটী বিনোদিনীর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হবে এ সিনেমা। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা রনৌত।

প্রসেনজিৎ জানিয়েছেন, নটী বিনোদিনীর পরিকল্পনা ও চিত্রনাট্য তৈরি করে গিয়েছিলেন পরিচালক প্রদীপ সরকার। তাঁর মৃত্যুর পর থমকে যাওয়া সে কাজের দায়িত্বই এবার নিচ্ছেন প্রসেনজিৎ। প্রথমে মুম্বাইয়ে এ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা হয়েছিল। তবে সেই সময়ের কলকাতা শহরের প্রেক্ষাপট সেখানে ফুটিয়ে তোলা কঠিন হবে বলে কলকাতায় শুটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত