সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দশম অবতার দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত। ইতিমধ্যেই ট্রেলার হইচই ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। আর সেই হইচইয়ের আওয়াজ গিয়ে পৌঁছাল বলিউড পাড়াতেও।
বলিউডের ‘সিংহম’ অজয় দেবগন টুইটারে সিনেমাটির জন্য জানালেন শুভেচ্ছা। অজয় লিখলেন, ‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’
‘দশম অবতার’-এর ফার্স্টলুক প্রকাশের পরই প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দেয় ছবির ট্রেলার। যাতে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী (প্রসেনজিৎ) ও বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য)। একসঙ্গে মিশনে নামলেও তাদের মতের অনেক অমিল।
এদিকে দশম অবতারের ট্রেলার প্রকাশের পর থেকেই বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের একটি চুমুর দৃশ্য নিয়ে চলছে আলোচনা। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারের একটি দৃশ্যে অনির্বাণকে দেখা যায় জয়াকে চুমু খেতে। অনেকে জয়ার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমন সমালোচনাও করছেন অনেকে।
চলতি মাসেই সিনেমার ক্যারেক্টার লুক প্রকাশের পর জয়া আহসানের চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অন্য চরিত্রগুলোর ধরন প্রকাশ করলেও রহস্যে ঢাকা ছিল জয়ার চরিত্রটি। সেই রহস্য রয়ে গেল ট্রেলারেও। দুই পুলিশ কর্মকর্তা যখন হন্যে হয়ে খুনিকে খুঁজছে, তখন জয়া এসে বলছেন, তিনি সিরিয়াল কিলারকে চেনেন।
প্রসঙ্গত, এর আগে ‘দশম অবতার’র ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। এক পোস্টে লিখেছিলেন, ‘বুম্বা, প্রত্যেকবারের মতোই তোমার জন্য শুভকামনা।’
‘দশম অবতার’ নিয়ে অমিতাভের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বাস প্রকাম করেছিলেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ তখন বলেন, ‘ওনার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা পেয়ে আমি অভিভূত। এটা শুধু আমার জন্য নয়, সৃজিতের নেতৃত্বে আমাদের পুরো টিমের কাছেই এক বিশাল প্রাপ্তি। তিনি আরও বলেন, ‘ভারতীয় সিনেমায় তিনি যে উচ্চতায় রয়েছেন, সেখানে ওনার শুভেচ্ছা এই বছরের শারদীয়া উৎসবে আলাদা মাত্রা যোগ করল। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ।’
সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দশম অবতার দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত। ইতিমধ্যেই ট্রেলার হইচই ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। আর সেই হইচইয়ের আওয়াজ গিয়ে পৌঁছাল বলিউড পাড়াতেও।
বলিউডের ‘সিংহম’ অজয় দেবগন টুইটারে সিনেমাটির জন্য জানালেন শুভেচ্ছা। অজয় লিখলেন, ‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’
‘দশম অবতার’-এর ফার্স্টলুক প্রকাশের পরই প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দেয় ছবির ট্রেলার। যাতে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী (প্রসেনজিৎ) ও বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য)। একসঙ্গে মিশনে নামলেও তাদের মতের অনেক অমিল।
এদিকে দশম অবতারের ট্রেলার প্রকাশের পর থেকেই বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের একটি চুমুর দৃশ্য নিয়ে চলছে আলোচনা। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারের একটি দৃশ্যে অনির্বাণকে দেখা যায় জয়াকে চুমু খেতে। অনেকে জয়ার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমন সমালোচনাও করছেন অনেকে।
চলতি মাসেই সিনেমার ক্যারেক্টার লুক প্রকাশের পর জয়া আহসানের চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অন্য চরিত্রগুলোর ধরন প্রকাশ করলেও রহস্যে ঢাকা ছিল জয়ার চরিত্রটি। সেই রহস্য রয়ে গেল ট্রেলারেও। দুই পুলিশ কর্মকর্তা যখন হন্যে হয়ে খুনিকে খুঁজছে, তখন জয়া এসে বলছেন, তিনি সিরিয়াল কিলারকে চেনেন।
প্রসঙ্গত, এর আগে ‘দশম অবতার’র ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। এক পোস্টে লিখেছিলেন, ‘বুম্বা, প্রত্যেকবারের মতোই তোমার জন্য শুভকামনা।’
‘দশম অবতার’ নিয়ে অমিতাভের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বাস প্রকাম করেছিলেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ তখন বলেন, ‘ওনার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা পেয়ে আমি অভিভূত। এটা শুধু আমার জন্য নয়, সৃজিতের নেতৃত্বে আমাদের পুরো টিমের কাছেই এক বিশাল প্রাপ্তি। তিনি আরও বলেন, ‘ভারতীয় সিনেমায় তিনি যে উচ্চতায় রয়েছেন, সেখানে ওনার শুভেচ্ছা এই বছরের শারদীয়া উৎসবে আলাদা মাত্রা যোগ করল। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ।’
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৬ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৭ ঘণ্টা আগে