ভারতে চলছে এখন শাহরুখের ‘পাঠান’ঝড়। ভালো ভালো সিনেমা হলগুলো যখন ‘পাঠান’-এর দখলে, এর মাঝে দাঁড়িয়েও বাজিমাত করল টালিউডের সিনেমা ‘প্রজাপতি’। সপ্তম সপ্তাহ শেষে প্রজাপতির আয় ১০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলল। দেব-মিঠুনের প্রজাপতির এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন ১০ দশমিক ২৭ কোটি রুপি।
সিনেমাটির ডিস্ট্রিবিউটর সতাদীপ সাহা টুইটারে বলেন, ‘বেশি কিছু বলবার নেই… ৪৯ দিন পর প্রজাপতির আয় ১০ দশমিক ২৭ কোটি ছাড়িয়েছে। বাংলার বক্স অফিসে ইতিহাস করেছে প্রজাপতি। বাবা-ছেলের রসায়ন যে মন কেড়েছে বাঙালির, তা বেশ স্পষ্ট। দেব-মিঠুন জুটির রসায়নের ওপর ভর করেই এই নজির গড়ল প্রজাপতি।’
গতকাল শুক্রবার ‘প্রজাপতি’ মুক্তির ৫০ দিন পার করল। এর মাধ্যমে বক্স অফিসের আয়ের সেরা তিন ছবির তালিকার খুব সন্নিকটে ‘প্রজাপতি’। সিনেমাটির মাধ্যমে টালিউডের একমাত্র নায়ক হিসেবে দেবের তৃতীয় ছবি ১০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করল। এর আগে ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ও ১০ কোটির বেশি আয় করেছিল বক্স অফিসে। ‘চাঁদের পাহাড়’-এর বক্স অফিস কালেকশন ১৮ কোটি রুপি, অন্যদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’-এর আয় ২০ কোটি রুপি। ১০ কোটির ক্লাবে দেবের তিনটি ছবি ছাড়া একমাত্র ছবি জিতের ‘বস ২: ব্যাক টু রুল’। ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ হয়তো এখনো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ‘বস ২’-এর রেকর্ড ভেঙে ফেলার দ্বারপ্রান্তে ‘প্রজাপতি’। দুটি ছবির আয়ের পার্থক্য এখনো পর্যন্ত মাত্র ২৩ লাখ রুপি। তাই তৃতীয় সর্বোচ্চ আয় করা বাংলা ছবির খেতাব সহজেই লুফে নিতে পারে ‘প্রজাপতি’।
গত কয়েক বছর যাবৎ নিজেকে ভেঙেছেন দেব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও খেল দেখাচ্ছেন দেব। নন্দন সিনেমা হলে জায়গা না হলেও ১০ কোটি রুপির ব্যবসা করে দেখিয়ে দিলেন দেব। দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়ের।
ভারতে চলছে এখন শাহরুখের ‘পাঠান’ঝড়। ভালো ভালো সিনেমা হলগুলো যখন ‘পাঠান’-এর দখলে, এর মাঝে দাঁড়িয়েও বাজিমাত করল টালিউডের সিনেমা ‘প্রজাপতি’। সপ্তম সপ্তাহ শেষে প্রজাপতির আয় ১০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলল। দেব-মিঠুনের প্রজাপতির এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন ১০ দশমিক ২৭ কোটি রুপি।
সিনেমাটির ডিস্ট্রিবিউটর সতাদীপ সাহা টুইটারে বলেন, ‘বেশি কিছু বলবার নেই… ৪৯ দিন পর প্রজাপতির আয় ১০ দশমিক ২৭ কোটি ছাড়িয়েছে। বাংলার বক্স অফিসে ইতিহাস করেছে প্রজাপতি। বাবা-ছেলের রসায়ন যে মন কেড়েছে বাঙালির, তা বেশ স্পষ্ট। দেব-মিঠুন জুটির রসায়নের ওপর ভর করেই এই নজির গড়ল প্রজাপতি।’
গতকাল শুক্রবার ‘প্রজাপতি’ মুক্তির ৫০ দিন পার করল। এর মাধ্যমে বক্স অফিসের আয়ের সেরা তিন ছবির তালিকার খুব সন্নিকটে ‘প্রজাপতি’। সিনেমাটির মাধ্যমে টালিউডের একমাত্র নায়ক হিসেবে দেবের তৃতীয় ছবি ১০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করল। এর আগে ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ও ১০ কোটির বেশি আয় করেছিল বক্স অফিসে। ‘চাঁদের পাহাড়’-এর বক্স অফিস কালেকশন ১৮ কোটি রুপি, অন্যদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’-এর আয় ২০ কোটি রুপি। ১০ কোটির ক্লাবে দেবের তিনটি ছবি ছাড়া একমাত্র ছবি জিতের ‘বস ২: ব্যাক টু রুল’। ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ হয়তো এখনো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ‘বস ২’-এর রেকর্ড ভেঙে ফেলার দ্বারপ্রান্তে ‘প্রজাপতি’। দুটি ছবির আয়ের পার্থক্য এখনো পর্যন্ত মাত্র ২৩ লাখ রুপি। তাই তৃতীয় সর্বোচ্চ আয় করা বাংলা ছবির খেতাব সহজেই লুফে নিতে পারে ‘প্রজাপতি’।
গত কয়েক বছর যাবৎ নিজেকে ভেঙেছেন দেব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও খেল দেখাচ্ছেন দেব। নন্দন সিনেমা হলে জায়গা না হলেও ১০ কোটি রুপির ব্যবসা করে দেখিয়ে দিলেন দেব। দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়ের।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৯ ঘণ্টা আগে