পূজার মৌসুমে ভালো ব্যবসার আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল টালিউড। দুর্গাপূজায় এবার সেখানে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা— ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’ ও ‘মিশন এভারেস্ট’। এসব সিনেমায় অভিনয় করেছেন টালিউডের প্রথম সারির তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, আবির, সোহম—কে নেই! তবে ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন আবির।
টালিউডে এবারের পূজার একমাত্র ব্যবসাসফল সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রথম দিন থেকেই টিকিট বিক্রিতে এগিয়ে ছিল সিনেমাটি। দলবলে হলে গিয়ে দর্শক ভরিয়ে দিয়েছেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর প্রতিটি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও এ চিত্রে কোনো বদল নেই।
এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। চলতি বছর ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’ তুমুল ব্যবসা করলেও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, এমনটাই বলছেন টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।
প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ নিয়ে প্রত্যাশা, প্রচারণা, উন্মাদনা কিছুই কম ছিল না। প্রত্যেকের আশা ছিল, বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি বক্সঅফিসে আনবে তুমুল জোয়ার। কিন্তু সেই আশায় গুড়েবালি। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান দেখা গেল ‘কাছের মানুষ’-এর ক্ষেত্রে। প্রথম সপ্তাহে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি। তবে পূজার বাজারে এ আয় উল্লেখযোগ্য নয় বলেই মত টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞদের।
পরমব্রত চট্টোপাধ্যায় পূজায় মুক্তি দিয়েছিলেন তাঁর পরিচালিত ‘বৌদি ক্যান্টিন’। মূল চরিত্রে শুভশ্রী, আছেন সোহমও। তবে আয়ের দিক থেকে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’ থেকে অনেক দূরে আছে ‘বৌদি ক্যান্টিন’। একেবারেই দর্শক টানতে পারেনি। প্রথম সপ্তাহে মাত্র ২০-২৫ লাখ রুপি আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পরমব্রতকে।
পূজার মৌসুমে ভালো ব্যবসার আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল টালিউড। দুর্গাপূজায় এবার সেখানে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা— ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’ ও ‘মিশন এভারেস্ট’। এসব সিনেমায় অভিনয় করেছেন টালিউডের প্রথম সারির তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, আবির, সোহম—কে নেই! তবে ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন আবির।
টালিউডে এবারের পূজার একমাত্র ব্যবসাসফল সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রথম দিন থেকেই টিকিট বিক্রিতে এগিয়ে ছিল সিনেমাটি। দলবলে হলে গিয়ে দর্শক ভরিয়ে দিয়েছেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর প্রতিটি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও এ চিত্রে কোনো বদল নেই।
এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। চলতি বছর ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’ তুমুল ব্যবসা করলেও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, এমনটাই বলছেন টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।
প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ নিয়ে প্রত্যাশা, প্রচারণা, উন্মাদনা কিছুই কম ছিল না। প্রত্যেকের আশা ছিল, বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি বক্সঅফিসে আনবে তুমুল জোয়ার। কিন্তু সেই আশায় গুড়েবালি। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান দেখা গেল ‘কাছের মানুষ’-এর ক্ষেত্রে। প্রথম সপ্তাহে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি। তবে পূজার বাজারে এ আয় উল্লেখযোগ্য নয় বলেই মত টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞদের।
পরমব্রত চট্টোপাধ্যায় পূজায় মুক্তি দিয়েছিলেন তাঁর পরিচালিত ‘বৌদি ক্যান্টিন’। মূল চরিত্রে শুভশ্রী, আছেন সোহমও। তবে আয়ের দিক থেকে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’ থেকে অনেক দূরে আছে ‘বৌদি ক্যান্টিন’। একেবারেই দর্শক টানতে পারেনি। প্রথম সপ্তাহে মাত্র ২০-২৫ লাখ রুপি আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পরমব্রতকে।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে