Ajker Patrika

প্রসেনজিৎ, পরম, দেবকে টেক্কা দিয়ে আবিরের বাজিমাত

বিনোদন ডেস্ক
Thumbnail image

পূজার মৌসুমে ভালো ব্যবসার আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল টালিউড। দুর্গাপূজায় এবার সেখানে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা— ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’ ও ‘মিশন এভারেস্ট’। এসব সিনেমায় অভিনয় করেছেন টালিউডের প্রথম সারির তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, আবির, সোহম—কে নেই! তবে ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন আবির।

টালিউডে এবারের পূজার একমাত্র ব্যবসাসফল সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রথম দিন থেকেই টিকিট বিক্রিতে এগিয়ে ছিল সিনেমাটি। দলবলে হলে গিয়ে দর্শক ভরিয়ে দিয়েছেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর প্রতিটি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও এ চিত্রে কোনো বদল নেই।

এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। চলতি বছর ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’ তুমুল ব্যবসা করলেও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, এমনটাই বলছেন টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।

‘কাছের মানুষ’ সিনেমায় দেব ও প্রসেনজিৎপ্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ নিয়ে প্রত্যাশা, প্রচারণা, উন্মাদনা কিছুই কম ছিল না। প্রত্যেকের আশা ছিল, বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি বক্সঅফিসে আনবে তুমুল জোয়ার। কিন্তু সেই আশায় গুড়েবালি। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান দেখা গেল ‘কাছের মানুষ’-এর ক্ষেত্রে। প্রথম সপ্তাহে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি। তবে পূজার বাজারে এ আয় উল্লেখযোগ্য নয় বলেই মত টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞদের।

‘বৌদি ক্যান্টিন’ সিনেমায় পরমব্রত ও শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রামপরমব্রত চট্টোপাধ্যায় পূজায় মুক্তি দিয়েছিলেন তাঁর পরিচালিত ‘বৌদি ক্যান্টিন’। মূল চরিত্রে শুভশ্রী, আছেন সোহমও। তবে আয়ের দিক থেকে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’ থেকে অনেক দূরে আছে ‘বৌদি ক্যান্টিন’। একেবারেই দর্শক টানতে পারেনি। প্রথম সপ্তাহে মাত্র ২০-২৫ লাখ রুপি আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পরমব্রতকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত