যাত্রাবাড়ী সড়ক নিয়ে মহাযন্ত্রণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজধানীর যাত্রাবাড়ী মোড় থেকে কাজলা পেট্রলপাম্প পর্যন্ত অংশ যেন হয়ে উঠেছে নরকযন্ত্রণা। বড় বড় গর্ত, কাদা, পানি, ধুলা—সব যাতনাই আছে প্রায় এক কিলোমিটার অংশে। আছে যানবাহন উল্টে যাওয়ার ভয়, যানজটের ভোগান্তি। ঢাকা থেকে যাত্রার শুরুতে এবং ঢাকায় প্রবেশের আগে যাত্রী ও চালকদের এই দুর্ভোগ