Ajker Patrika

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৪: ৫৪
Thumbnail image

নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌপথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে নৌপথে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নরসিংদী সদর থেকে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। তাতে নৌকাডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছে না এলাকাবাসী।

তাঁরা আরও বলেন, কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল পরিবহনসহ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলাচলে ব্যাঘাত ঘটছে। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছে অসুস্থ লোকজন। আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

আলোকবালী ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানা অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, ব্যবসায়ী আকরামুল ইসলাম সমীর, মোরারফ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত