সাতক্ষীরা প্রতিনিধি
দীর্ঘ ১১ ঘন্টা পর সাতক্ষীরা দূরপাল্লার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এর আগে আজ সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকেরা। ফলে দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হানিফ পরিবহনের ব্যবস্থাপক মুকুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় জানতে পারেন, পরিবহন ঢাকাতে যাবে না। এ সময় তিনি পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।
সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকাতে বৃহস্পতিবার তার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সকাল ৯টায় এসে শোনেন, পরিবহন ঢাকাতে যাবে না। এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকাল বাসে খুলনায় যাব। সেখান থেকে ঢাকায় যাব।
সাতক্ষীরা ঈগল পরিবহনের ব্যবস্থাপক মহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে আজ সকাল থেকে মালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন।’
জেলা প্রশাসক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারা দিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হতো। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকেরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারি করে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।’
দীর্ঘ ১১ ঘন্টা পর সাতক্ষীরা দূরপাল্লার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এর আগে আজ সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকেরা। ফলে দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হানিফ পরিবহনের ব্যবস্থাপক মুকুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় জানতে পারেন, পরিবহন ঢাকাতে যাবে না। এ সময় তিনি পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।
সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকাতে বৃহস্পতিবার তার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সকাল ৯টায় এসে শোনেন, পরিবহন ঢাকাতে যাবে না। এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকাল বাসে খুলনায় যাব। সেখান থেকে ঢাকায় যাব।
সাতক্ষীরা ঈগল পরিবহনের ব্যবস্থাপক মহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে আজ সকাল থেকে মালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন।’
জেলা প্রশাসক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারা দিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হতো। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকেরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারি করে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।’
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে