Ajker Patrika

১১ ঘন্টা পর সাতক্ষীরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার 

সাতক্ষীরা প্রতিনিধি
১১ ঘন্টা পর সাতক্ষীরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার 

দীর্ঘ ১১ ঘন্টা পর সাতক্ষীরা দূরপাল্লার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এর আগে আজ সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকেরা। ফলে দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হানিফ পরিবহনের ব্যবস্থাপক মুকুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় জানতে পারেন, পরিবহন ঢাকাতে যাবে না। এ সময় তিনি পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।

সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকাতে বৃহস্পতিবার তার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সকাল ৯টায় এসে শোনেন, পরিবহন ঢাকাতে যাবে না। এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকাল বাসে খুলনায় যাব। সেখান থেকে ঢাকায় যাব।

সাতক্ষীরা ঈগল পরিবহনের ব্যবস্থাপক মহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে আজ সকাল থেকে মালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন।’

জেলা প্রশাসক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারা দিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হতো। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকেরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারি করে।’

তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত