আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নীতিনির্ধারণী অনিশ্চয়তা বৈশ্বিক ক্রেতাদের নতুন বিকল্পের সন্ধানে ঠেলে দিচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে ভারতের তৈরি পোশাক খাত জোর কদমে এগোচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় শুল্কমুক্ত সুবিধা এবং যুক্তরাষ্ট্রে স্বল্প শুল্ক সুবিধা ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে এসেছে।
কোচির কিটেক্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সাবু জ্যাকব দ্য হিন্দুকে বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রায় ৮০ শতাংশই ইউরোপমুখী। এদের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধার আওতায় পড়েছে। কিন্তু ভারতও এখন যুক্তরাজ্যের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA) বা মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারেও শুল্কমুক্ত প্রবেশাধিকারের আশায় রয়েছে। ফলে, এই খাতের বাজারে ভারতের অবস্থান মজবুত হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় তৈরি পোশাক পণ্যগুলো শূন্য বা কম হারে শুল্ক সুবিধা পাচ্ছে, সেই সুযোগও ভারতকে এগিয়ে রাখছে। সাবু জ্যাকব বলেন, ‘ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি হ্রাস পায়। এই শূন্যস্থান পূরণে ভারতীয় পণ্য রপ্তানির পথ উন্মুক্ত হয়েছে।’
তিনি আরও জানান, ভারতে এখন যেসব পণ্যে ১৫–২০ শতাংশ পর্যন্ত কম শুল্ক হার চলছে, তা যুক্তরাষ্ট্রমুখী তৈরি পোশাক খাতে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করছে।
২০২৪ সালে ভারতের তৈরি পোশাক রপ্তানি সক্ষমতা ছিল ১৭ বিলিয়ন ডলার, যেখানে প্রায় ১৬.৫ বিলিয়ন ডলার রপ্তানি হয়ে সক্ষমতার ৯৭ শতাংশ ব্যবহৃত হয়। অন্যদিকে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সক্ষমতা ৫৬ বিলিয়ন ডলার এবং চীনের ১৪০ বিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও লাগাতার শ্রমিক অসন্তোষের কারণে অনেক ক্রেতাই বিকল্প খুঁজছেন।
সাবু জ্যাকব বলেন, ‘বিশ্বের তৈরি পোশাক বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে ভারতের জন্য এটা বিশাল সুযোগ। সরকারও এই খাতকে কর্মসংস্থানের প্রধান উৎস হিসেবে দেখছে।’
সম্ভাবনাময় তৈরি পোশাকের বাজার ধরতে কিটেক্স গার্মেন্টস বিশাল বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি তেলেঙ্গানায় তাদের উৎপাদন সক্ষমতা ৩১ লাখ পিসে উন্নীত করতে সাড়ে ৩ হাজার কোটি রুপি বিনিয়োগ করছে। সাবু বলেন, ‘আমাদের ওয়ারাঙ্গল ইউনিটে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে এবং হায়দরাবাদ কারখানার উৎপাদন শুরু হবে ২০২৬ সালের ডিসেম্বরে।’
২০২৪-২৫ অর্থবছরে কিটেক্স গার্মেন্টস ১০২০ কোটি টাকার রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের ৬৪১ কোটি টাকা থেকে ৫৯ শতাংশ বেশি। কর-পরবর্তী মুনাফা ৬৮ কোটি টাকা থেকে বেড়ে ১৫২.৬ কোটি টাকা হয়েছে, যা ১২৪ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
এই প্রবৃদ্ধির পেছনে কারণ হিসেবে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার এবং কারখানার সামগ্রিক কর্মদক্ষতার উন্নয়নের কথা তুলে ধরেন সাবু জ্যাকব।
গত এপ্রিলে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল ও সিতারামপুরে কিটেক্স গার্মেন্টস লিমিটেডের কারখানার জন্য ২৫ হাজার চাকরির বিজ্ঞপ্তি দেয়। হায়দরাবাদ সংলগ্ন এই দুটি কারখানায় কোম্পানিটি ৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে, যেখানে প্রতিদিন ২২ লাখ পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এক দশক ধরে নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তবে বর্তমান রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা চলমান থাকলে ক্রেতারা আরও বেশি ভারতসহ অন্য বাজারে ঝুঁকবে— এ আশঙ্কা অমূলক নয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশকে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, উৎপাদন সক্ষমতার উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নীতিনির্ধারণী অনিশ্চয়তা বৈশ্বিক ক্রেতাদের নতুন বিকল্পের সন্ধানে ঠেলে দিচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে ভারতের তৈরি পোশাক খাত জোর কদমে এগোচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় শুল্কমুক্ত সুবিধা এবং যুক্তরাষ্ট্রে স্বল্প শুল্ক সুবিধা ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে এসেছে।
কোচির কিটেক্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সাবু জ্যাকব দ্য হিন্দুকে বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রায় ৮০ শতাংশই ইউরোপমুখী। এদের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধার আওতায় পড়েছে। কিন্তু ভারতও এখন যুক্তরাজ্যের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA) বা মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারেও শুল্কমুক্ত প্রবেশাধিকারের আশায় রয়েছে। ফলে, এই খাতের বাজারে ভারতের অবস্থান মজবুত হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় তৈরি পোশাক পণ্যগুলো শূন্য বা কম হারে শুল্ক সুবিধা পাচ্ছে, সেই সুযোগও ভারতকে এগিয়ে রাখছে। সাবু জ্যাকব বলেন, ‘ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি হ্রাস পায়। এই শূন্যস্থান পূরণে ভারতীয় পণ্য রপ্তানির পথ উন্মুক্ত হয়েছে।’
তিনি আরও জানান, ভারতে এখন যেসব পণ্যে ১৫–২০ শতাংশ পর্যন্ত কম শুল্ক হার চলছে, তা যুক্তরাষ্ট্রমুখী তৈরি পোশাক খাতে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করছে।
২০২৪ সালে ভারতের তৈরি পোশাক রপ্তানি সক্ষমতা ছিল ১৭ বিলিয়ন ডলার, যেখানে প্রায় ১৬.৫ বিলিয়ন ডলার রপ্তানি হয়ে সক্ষমতার ৯৭ শতাংশ ব্যবহৃত হয়। অন্যদিকে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সক্ষমতা ৫৬ বিলিয়ন ডলার এবং চীনের ১৪০ বিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও লাগাতার শ্রমিক অসন্তোষের কারণে অনেক ক্রেতাই বিকল্প খুঁজছেন।
সাবু জ্যাকব বলেন, ‘বিশ্বের তৈরি পোশাক বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে ভারতের জন্য এটা বিশাল সুযোগ। সরকারও এই খাতকে কর্মসংস্থানের প্রধান উৎস হিসেবে দেখছে।’
সম্ভাবনাময় তৈরি পোশাকের বাজার ধরতে কিটেক্স গার্মেন্টস বিশাল বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি তেলেঙ্গানায় তাদের উৎপাদন সক্ষমতা ৩১ লাখ পিসে উন্নীত করতে সাড়ে ৩ হাজার কোটি রুপি বিনিয়োগ করছে। সাবু বলেন, ‘আমাদের ওয়ারাঙ্গল ইউনিটে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে এবং হায়দরাবাদ কারখানার উৎপাদন শুরু হবে ২০২৬ সালের ডিসেম্বরে।’
২০২৪-২৫ অর্থবছরে কিটেক্স গার্মেন্টস ১০২০ কোটি টাকার রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের ৬৪১ কোটি টাকা থেকে ৫৯ শতাংশ বেশি। কর-পরবর্তী মুনাফা ৬৮ কোটি টাকা থেকে বেড়ে ১৫২.৬ কোটি টাকা হয়েছে, যা ১২৪ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
এই প্রবৃদ্ধির পেছনে কারণ হিসেবে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার এবং কারখানার সামগ্রিক কর্মদক্ষতার উন্নয়নের কথা তুলে ধরেন সাবু জ্যাকব।
গত এপ্রিলে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল ও সিতারামপুরে কিটেক্স গার্মেন্টস লিমিটেডের কারখানার জন্য ২৫ হাজার চাকরির বিজ্ঞপ্তি দেয়। হায়দরাবাদ সংলগ্ন এই দুটি কারখানায় কোম্পানিটি ৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে, যেখানে প্রতিদিন ২২ লাখ পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এক দশক ধরে নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তবে বর্তমান রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা চলমান থাকলে ক্রেতারা আরও বেশি ভারতসহ অন্য বাজারে ঝুঁকবে— এ আশঙ্কা অমূলক নয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশকে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, উৎপাদন সক্ষমতার উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন কৌশল অবলম্বন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৫ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থবছরের মুনাফার তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রশ্ন উঠছে, এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে তাদের পুনর্বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে? পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরাসরি একটি ‘বিনিয়োগ প্রত্যাহার’-এর কৌশল, যা দেশের অর্থনীতি...
২ দিন আগেযুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতা ও অস্থিরতা যখন নতুন চ্যালেঞ্জ, তখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে বাংলাদেশের। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে বাজারটিতে রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৮২৩ কোটি...
২ দিন আগেদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তিন অর্থবছর ধরে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ফল ও কৃষিপণ্য আমদানি বন্ধ থাকায় এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
২ দিন আগে