কুড়িগ্রাম প্রতিনিধি
গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র করা হয়েছে, এমন গোয়েন্দা তথ্যে জরুরি সতর্কতা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাসহ সব ধরনের অপতৎপরতা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ৪৯টি শাখায় পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঈদের ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলার ষড়যন্ত্র করেছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য স্থানেও একই ধরনের হামলার আশঙ্কা থাকতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তাঁরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলাজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এসপি মাহফুজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে, এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। জেলাজুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটির সুযোগে যাতে কেউ রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে না পারে, সে জন্য গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।’
গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র করা হয়েছে, এমন গোয়েন্দা তথ্যে জরুরি সতর্কতা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাসহ সব ধরনের অপতৎপরতা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ৪৯টি শাখায় পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঈদের ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলার ষড়যন্ত্র করেছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য স্থানেও একই ধরনের হামলার আশঙ্কা থাকতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তাঁরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলাজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এসপি মাহফুজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে, এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। জেলাজুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটির সুযোগে যাতে কেউ রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে না পারে, সে জন্য গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।’
নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
৯ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেরাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। আর শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে
২৬ মিনিট আগেলক্ষ্মীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় ধর্ষণের এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে