মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে খাবার পানির সংকট নিরসনে তারাপাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১০টি তারাপাম্প বসানো হয়েছে। আরও ৪টি স্থাপনকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম।
এ বিষয়ে ‘নলকূপে মিলছে না পানি, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা’ শিরোনামে গত ৫ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, মিঠাপুকুর উপজেলার খোড়া গাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত নলকূপে পানি উঠছে না। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো অচল হয়ে পড়েছে। বিশেষ করে ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় সকল নলকূপের একই অবস্থা। জারুল্যাপুর, রাংগাতিপাড়া, মাঠের হাট, ধরের পাড় ও পাইকার পাড়া গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। গৃহিণীরা দূর-দূরান্তর থেকে খাবার পানি সংগ্রহ করছিলেন।
ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন নবী মিয়া জানিয়েছিলেন, তাঁর এলাকায় শতাধিক নলকূপ থেকে পানি উঠছে না। একই কথা বলেছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তিনি তাঁর ইউনিয়নে পানীয় জলের সংকট নিরসনে বেশি করে তারা পাম্প স্থাপনের দাবি জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মাটির নিচে সাধারণত ২২ থেকে ২৫ ফুট গভীরে পানির স্তর পাওয়া যায়। কিন্তু খোড়াগাছ ইউনিয়নের লাল মাটি এলাকায় ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর নেমে গেছে। নলকূপের বোরিং কম। এ এলাকায় ৩০ থেকে ৪০ ফুটের বেশি পাইপ বসানো হয় না। এ কারণে অনেক নলকূপ থেকে পানি উঠছে না।
প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, ‘খাবার পানির সংকট নিরসনে ইতিমধ্যে ১০টি তারাপাম্প স্থাপন এবং ৭টির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৪টি তারাপাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।’
আজিজুল ইসলাম আরও বলেন, ‘২০৩০ সালে পানির সংকট আরও তীব্র হবে। কারণ প্রতিদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। খরা মৌসুমে পানির সংকট মোকাবিলা করতে হলে নলকূপ স্থাপন করার সময় কমপক্ষে ১৮০ ফুট বোরিং করে পাইপ বসাতে হবে।’
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে খাবার পানির সংকট নিরসনে তারাপাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১০টি তারাপাম্প বসানো হয়েছে। আরও ৪টি স্থাপনকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম।
এ বিষয়ে ‘নলকূপে মিলছে না পানি, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা’ শিরোনামে গত ৫ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, মিঠাপুকুর উপজেলার খোড়া গাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত নলকূপে পানি উঠছে না। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো অচল হয়ে পড়েছে। বিশেষ করে ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় সকল নলকূপের একই অবস্থা। জারুল্যাপুর, রাংগাতিপাড়া, মাঠের হাট, ধরের পাড় ও পাইকার পাড়া গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। গৃহিণীরা দূর-দূরান্তর থেকে খাবার পানি সংগ্রহ করছিলেন।
ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন নবী মিয়া জানিয়েছিলেন, তাঁর এলাকায় শতাধিক নলকূপ থেকে পানি উঠছে না। একই কথা বলেছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তিনি তাঁর ইউনিয়নে পানীয় জলের সংকট নিরসনে বেশি করে তারা পাম্প স্থাপনের দাবি জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মাটির নিচে সাধারণত ২২ থেকে ২৫ ফুট গভীরে পানির স্তর পাওয়া যায়। কিন্তু খোড়াগাছ ইউনিয়নের লাল মাটি এলাকায় ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর নেমে গেছে। নলকূপের বোরিং কম। এ এলাকায় ৩০ থেকে ৪০ ফুটের বেশি পাইপ বসানো হয় না। এ কারণে অনেক নলকূপ থেকে পানি উঠছে না।
প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, ‘খাবার পানির সংকট নিরসনে ইতিমধ্যে ১০টি তারাপাম্প স্থাপন এবং ৭টির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৪টি তারাপাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।’
আজিজুল ইসলাম আরও বলেন, ‘২০৩০ সালে পানির সংকট আরও তীব্র হবে। কারণ প্রতিদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। খরা মৌসুমে পানির সংকট মোকাবিলা করতে হলে নলকূপ স্থাপন করার সময় কমপক্ষে ১৮০ ফুট বোরিং করে পাইপ বসাতে হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে