মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে খাবার পানির সংকট নিরসনে তারাপাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১০টি তারাপাম্প বসানো হয়েছে। আরও ৪টি স্থাপনকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম।
এ বিষয়ে ‘নলকূপে মিলছে না পানি, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা’ শিরোনামে গত ৫ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, মিঠাপুকুর উপজেলার খোড়া গাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত নলকূপে পানি উঠছে না। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো অচল হয়ে পড়েছে। বিশেষ করে ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় সকল নলকূপের একই অবস্থা। জারুল্যাপুর, রাংগাতিপাড়া, মাঠের হাট, ধরের পাড় ও পাইকার পাড়া গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। গৃহিণীরা দূর-দূরান্তর থেকে খাবার পানি সংগ্রহ করছিলেন।
ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন নবী মিয়া জানিয়েছিলেন, তাঁর এলাকায় শতাধিক নলকূপ থেকে পানি উঠছে না। একই কথা বলেছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তিনি তাঁর ইউনিয়নে পানীয় জলের সংকট নিরসনে বেশি করে তারা পাম্প স্থাপনের দাবি জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মাটির নিচে সাধারণত ২২ থেকে ২৫ ফুট গভীরে পানির স্তর পাওয়া যায়। কিন্তু খোড়াগাছ ইউনিয়নের লাল মাটি এলাকায় ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর নেমে গেছে। নলকূপের বোরিং কম। এ এলাকায় ৩০ থেকে ৪০ ফুটের বেশি পাইপ বসানো হয় না। এ কারণে অনেক নলকূপ থেকে পানি উঠছে না।
প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, ‘খাবার পানির সংকট নিরসনে ইতিমধ্যে ১০টি তারাপাম্প স্থাপন এবং ৭টির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৪টি তারাপাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।’
আজিজুল ইসলাম আরও বলেন, ‘২০৩০ সালে পানির সংকট আরও তীব্র হবে। কারণ প্রতিদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। খরা মৌসুমে পানির সংকট মোকাবিলা করতে হলে নলকূপ স্থাপন করার সময় কমপক্ষে ১৮০ ফুট বোরিং করে পাইপ বসাতে হবে।’
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে খাবার পানির সংকট নিরসনে তারাপাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১০টি তারাপাম্প বসানো হয়েছে। আরও ৪টি স্থাপনকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম।
এ বিষয়ে ‘নলকূপে মিলছে না পানি, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা’ শিরোনামে গত ৫ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, মিঠাপুকুর উপজেলার খোড়া গাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত নলকূপে পানি উঠছে না। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো অচল হয়ে পড়েছে। বিশেষ করে ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় সকল নলকূপের একই অবস্থা। জারুল্যাপুর, রাংগাতিপাড়া, মাঠের হাট, ধরের পাড় ও পাইকার পাড়া গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। গৃহিণীরা দূর-দূরান্তর থেকে খাবার পানি সংগ্রহ করছিলেন।
ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন নবী মিয়া জানিয়েছিলেন, তাঁর এলাকায় শতাধিক নলকূপ থেকে পানি উঠছে না। একই কথা বলেছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তিনি তাঁর ইউনিয়নে পানীয় জলের সংকট নিরসনে বেশি করে তারা পাম্প স্থাপনের দাবি জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মাটির নিচে সাধারণত ২২ থেকে ২৫ ফুট গভীরে পানির স্তর পাওয়া যায়। কিন্তু খোড়াগাছ ইউনিয়নের লাল মাটি এলাকায় ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর নেমে গেছে। নলকূপের বোরিং কম। এ এলাকায় ৩০ থেকে ৪০ ফুটের বেশি পাইপ বসানো হয় না। এ কারণে অনেক নলকূপ থেকে পানি উঠছে না।
প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, ‘খাবার পানির সংকট নিরসনে ইতিমধ্যে ১০টি তারাপাম্প স্থাপন এবং ৭টির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৪টি তারাপাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।’
আজিজুল ইসলাম আরও বলেন, ‘২০৩০ সালে পানির সংকট আরও তীব্র হবে। কারণ প্রতিদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। খরা মৌসুমে পানির সংকট মোকাবিলা করতে হলে নলকূপ স্থাপন করার সময় কমপক্ষে ১৮০ ফুট বোরিং করে পাইপ বসাতে হবে।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৪ ঘণ্টা আগে