দিন বদলেছে, ভোটের আপ্যায়নে ফল–দুধ–ডিম আর খাসির বিরিয়ানি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পর থেকেই সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ, পোস্টার সাঁটাতে বাধাসহ হামলা, মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে চলছে নির্বাচনী ব্যস্ততা