Ajker Patrika

দুর্গাপুরে অস্ত্র নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮: ১০
দুর্গাপুরে অস্ত্র নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

রাজশাহী–৫ (দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয় ভীতিপ্রদর্শন ও হুমকি দেওয়ার দু-একটি অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে দিনের শুরুতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে আজ দুপুরের পর কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জানা গেছে, দুর্গাপুর পৌর এলাকার রৈপাড়া কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয় ভীতিপ্রদর্শন ও হুমকি দিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে নৌকা সমর্থকের নেতা–কর্মীদের বিরুদ্ধে। 

তখন চাইনিজ কুড়াল হাতে নিয়ে এক যুবক ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে নৌকার সমর্থকেরা সেখান থেকে পালিয়ে যায়। 

রোববার দুপরের দিকে এ ঘটনা ঘটে। 

এ ছাড়াও উপজেলার শ্যামপুর, নওপাড়া, শিবপুর, ঝালুকা ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকার সমর্থক ভোটারদের বাধা ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানতেই চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘বিকেল সাড়ে চার সময় আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল ৫০ ভাগের কিছু ওপরে ভোট পড়েছে। তবে এখনো অনেক জায়গায় ভোট গ্রহণ চলছে। সব জায়গায় ভোট গ্রহণ শেষ পার্সেন্ট আরও বাড়বে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘৬৪টি কেন্দ্রে শান্তি পূর্ণ ভোট গ্রহণ হয়েছে। হাতে গোনা দু-একটা কেন্দ্র ছাড়া কোথায়ও কোনো অভিযোগ পাওয়া যায় নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত