Ajker Patrika

১৫ বছরে এমপিকে একবারও না দেখার আক্ষেপ যুগিশো গ্রামের বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০১: ৩৭
১৫ বছরে এমপিকে একবারও না দেখার আক্ষেপ যুগিশো গ্রামের বাসিন্দাদের

গত ১৫ বছরে দুজন এমপি ছিলেন, কিন্তু কাউকেই দেখেননি রাজশাহী দুর্গাপুরের যুগিশো গ্রামের বাসিন্দারা। এ আসনে (রাজশাহী-৫) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান আজ (মঙ্গলবার) ভোট চাইতে এলে তাঁকে ফুল ছিটিয়ে বরণ করেন গ্রামবাসী। এ সময় তাঁরা আক্ষেপ করে বলেন, এবার তাঁরা তাঁকে ভোট দেবেন। কিন্তু পরে যেন তাঁদের ভুলে না যান। 

রাশেদা বেগম নামে এক বাসিন্দা বলেন, ‘ফুল ফোটে লতার মাঝে, সময় হলে মানুষ টেনে নেয় বুকের মাঝে। আপনি হলেন সেই ফুল। এখন আমরা আপনাকে বুকের মাঝে টেনে নিব। কিন্তু আপনার কাছে গেলে আমাদের বুকে টেনে না নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন না। ভোট কার কাছে আছে? ভোট আছে পা ফাটা মানুষের কাছে। আমরা তুলতেও পারি, ফেলতেও পারি।’ 

তিনি আরও বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়। আমরা আওয়ামী লীগকেই ভোট দিই। কিন্তু এমপিকে কোনো দিন এলাকায় চোখে দেখিনি। আমাদের মনে দুঃখ আছে। সেই দুঃখের কারণেই এবার আমরা অন্য প্রার্থীকে ভোট দেব। ভোট নেওয়ার পর আপনি আমাদের ভুলে যাবেন না।’ 

এ সময় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান তাঁকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাকে একটা সুযোগ দিন। পাঁচ বছর দেখেন। আমাকে পাশে না পেলে পরের বার ভোট চাইতে এলে ঝাঁটা নিয়ে তাড়া করবেন।’ 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন যুবলীগ নেতা ওবায়দুর রহমান। বর্তমান সংসদ সদস্য মনসুর রহমান এবার মনোনয়ন পাননি। তিনি নির্বাচনও করছেন না। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়নে এখানকার সংসদ সদস্য হন। ২০১৮ সালে তাঁকে বাদ দিয়ে মনসুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত