দ্রুততম ফিফটির রেকর্ডে ডি ভিলিয়ার্সের পাশে উইন্ডিজ ক্রিকেটার
আর মাত্র ১ বল আগে হলেই রেকর্ডটা পুরোপুরি নিজের হয়ে যেত ম্যাথু ফোর্ডের। যেভাবে আজ ফোর্ড ডাবলিনে আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডটা ফোর্ডের নামেই হতো। সেটা না হলেও এবি ডি ভিলিয়ার্সের পাশে এখন বসে গেছে ফোর্ডের নাম।