ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরির পরও স্কোরটা বেশ সমৃদ্ধ হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিকেরা ৪ উইকেটে করেছিল ২৩৩ রান। আজ দ্বিতীয় দিন ৭৫ রান যোগ করতেই সব উইকেট হারায় তারা। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩০৮ রানে।
ব্যাটিংয়ে নেমে দারুণ জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও। দিন শেষে ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে প্রোটিয়ারা। অধিনায়ক জর্জ মার্থিনাস ভ্যান হের্ডেন ৪৬ ও অনকগোমোদিৎসে রিচার্ড সেলেটসওয়ানে ৩২ রানে অপরাজিত আছেন। সফরকারীরা এখনো পিছিয়ে ১৫৯ রানে।
মুহাম্মদ মানাক ও এনটানদোয়েনকোসি জিমিলে জুমা ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুজন মিলে যোগ করেন ৬৭ রান। ঘূর্ণিতে রাকিবুল এনে দেন বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু। ফেরান মানাককে (৩৫)। মজার ব্যাপার, এই ৬৭ রানে থিতু থাকা অবস্থায় নিজেদের ৩টি উইকেটই হারায় তারা।
২০ তম ওভারে মানককে ফেরান রাকিবুল, ২১ তম ওভারে আরেক ওপেনার জুমা ও তিন নম্বরে নামা কনর বয়েড এস্টারহুয়েজেনকে (০) ফেরান রিপন মণ্ডল।
তার আগে বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ৩০৮ রানে। দিনের শুরুতেই ২ রান যোগ করে অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ফেরেন ৪৪ রানে। আরেক অপরাজিত ব্যাটার প্রিতম কুমার (৩১) দ্বিতীয় দিন রানই যোগ করতে পারেননি। শেষ ব্যাটার রিপনের ২৬, শফিকুলের ইসলামের ১৩ ও রাকিবুলের ১৬ রানের সৌজন্যে তিন শ পেরোয় বাংলাদেশ। প্রোটিয়া পেসার তিয়ান মাইকেল ভ্যান ভিউরেন শিকার করেছেন ৩ উইকেট।
চট্টগ্রামে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরির পরও স্কোরটা বেশ সমৃদ্ধ হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিকেরা ৪ উইকেটে করেছিল ২৩৩ রান। আজ দ্বিতীয় দিন ৭৫ রান যোগ করতেই সব উইকেট হারায় তারা। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩০৮ রানে।
ব্যাটিংয়ে নেমে দারুণ জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও। দিন শেষে ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে প্রোটিয়ারা। অধিনায়ক জর্জ মার্থিনাস ভ্যান হের্ডেন ৪৬ ও অনকগোমোদিৎসে রিচার্ড সেলেটসওয়ানে ৩২ রানে অপরাজিত আছেন। সফরকারীরা এখনো পিছিয়ে ১৫৯ রানে।
মুহাম্মদ মানাক ও এনটানদোয়েনকোসি জিমিলে জুমা ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুজন মিলে যোগ করেন ৬৭ রান। ঘূর্ণিতে রাকিবুল এনে দেন বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু। ফেরান মানাককে (৩৫)। মজার ব্যাপার, এই ৬৭ রানে থিতু থাকা অবস্থায় নিজেদের ৩টি উইকেটই হারায় তারা।
২০ তম ওভারে মানককে ফেরান রাকিবুল, ২১ তম ওভারে আরেক ওপেনার জুমা ও তিন নম্বরে নামা কনর বয়েড এস্টারহুয়েজেনকে (০) ফেরান রিপন মণ্ডল।
তার আগে বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ৩০৮ রানে। দিনের শুরুতেই ২ রান যোগ করে অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ফেরেন ৪৪ রানে। আরেক অপরাজিত ব্যাটার প্রিতম কুমার (৩১) দ্বিতীয় দিন রানই যোগ করতে পারেননি। শেষ ব্যাটার রিপনের ২৬, শফিকুলের ইসলামের ১৩ ও রাকিবুলের ১৬ রানের সৌজন্যে তিন শ পেরোয় বাংলাদেশ। প্রোটিয়া পেসার তিয়ান মাইকেল ভ্যান ভিউরেন শিকার করেছেন ৩ উইকেট।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে