Ajker Patrika

অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা, কারা পাচ্ছে ৪৩ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক    
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। সব মিলিয়ে থাকছে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭০ কোটি ৭ লাখ টাকা। শিরোপা জয়ী দল পাচ্ছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)।

৩০ দিনের দিনক্ষণকে সামনে রেখে আইসিসি একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে রোমাঞ্চ ধরে রাখতে ভিডিওতে দুই দলের প্রতিনিধিদের রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করামের সঙ্গে তাদের সাবেক ক্রিকেটার শন পোলক, ডেল স্টেইন আছেন। অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ম্যাথু হেডেন আছেন। নাসের হুসেইন, রবি শাস্ত্রী, মেল জোনসের মতো ধারাভাষ্যকারদের পাশাপাশি শোয়েব আখতারের মতো পাকিস্তানি তারকাকেও রাখা হয়েছে। নাথান লায়ন, স্মিথদের উদযাপন দেখানো হয়েছে প্রচারণামূলক ভিডিওতে।

২০১৯-২১, ২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অর্থ পুরস্কার ছিল ২৪ লাখ ডলারের। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ কোটি ১৯ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পেত ১৬ লাখ ডলার। তাতে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলের অ্যাকাউন্টে ঢুকেছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা করে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ফাইনালেই রানার্সআপ হয়েছে ভারত। তারা পেয়েছে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে ৯ কোটি ৭৩ লাখ টাকা।

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে এখন দক্ষিণ আফ্রিকা। তাদের সাফল্যের হার ৬৯.৪৪ শতাংশ। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬৭.৫৪ শতাংশ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দুই দলই ফাইনালের দল ঘোষণা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত