Ajker Patrika

রাকিবুলের ঘূর্ণিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা, বিপদে বাংলাদেশও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২৫, ১৭: ৩৩
৬৪ রানে ৭ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। ছবি: বিসিবি
৬৪ রানে ৭ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। ছবি: বিসিবি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। ছন্দে থাকা বাংলাদেশের জন্যও রয়েছে বিপদ।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৮ রানের জবাব দক্ষিণ আফ্রিকা দিচ্ছিল দারুণভাবে। দ্বিতীয় দিন প্রোটিয়ারা সাবলীল ব্যাটিং করেছে। তবে আজ তৃতীয় দিনে রাকিবুল হাসানের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তিনি। তৃতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৫ রানে। লিডসহ স্বাগতিকদের রান ৭০।

প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্ডিন ও ওঙ্গোমোদিতসো রিচার্ড সেলেতসোয়ানে সাবলীলভাবে খেলতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে হার্ডিন-সেলেতসাওয়েনে গড়েন ১০৭ রানের জুটি। ৬৪তম ওভারের শেষ বলে হার্ডিনকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল। ১২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন হার্ডিন।

হার্ডিন ফেরার পরই হালকা ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৭ উইকেটে ১৯০ রান। যাঁদের মধ্যে সেলেতসোয়ানে, ডিয়ান ফরেস্টে-এই দুই ক্রিকেটারকে ফিরিয়েছেন রাকিবুল। টিয়ান মাইকেল ফন ফুরেন ও আন্দিল চার্লস মোগাকানে এরপর অষ্টম উইকেটে গড়েন ৪৬ রানের জুটি। ফুরেনকে ফিরিয়ে টেলএন্ডারে থিতু হয়ে যাওয়া জুটি তো রাকিবুল ভেঙেছেন। এমনকি ৯০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে মোগাকানে ও সেপো ইনোসেন্ট এনতুলির জোড়া উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টেনেছেন রাকিবুল। ৮৯.৪ ওভারে ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায়।

হার্ডিনের ৬৩ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন দুই ব্যাটার। সেলেতসোয়ানে, মোগাকানে করেছেন ৪৩ রান। বাংলাদেশের রাকিবুল ৩১.৪ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৭ উইকেট। ৬৫ রানের লিড নিয়ে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। ৩ ওভারে ৫ রানে ২ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে যায় স্বাগতিকেরা। তবে মুষলধারে বৃষ্টির পর আর খেলা হয়নি। স্বাগতিকদের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি (৪) ও চৌধুরী মুহাম্মদ রিজওয়ান (১) ড্রেসিংরুমে ফিরেছেন। শাহাদাত হোসেন দীপু, আইচ মোল্লা দুজনেই ০ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত