নামিবিয়া দলে হঠাৎই ফাফ ডু প্লেসির নাম, অবাক ভক্তরা
একাধিক দলের হয়ে খেলা ক্রিকেটারের সংখ্যা একেবারে কম নয়। এউইন মরগান, লুক রনচি, টিম ডেভিড, ডেভিড ভিজের মতো ক্রিকেটাররা সেই উদাহরণ সৃষ্টি করে। শিরোনাম দেখে তাই মনে হতে পারে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস সেই ধারা বজায় রেখে এবার নামিবিয়া দলে খেলতে যাচ্ছেন।