Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার অর্ধেক রানও করতে পারেনি জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    
বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টেস্ট জয়ের রেকর্ড ছিল না জিম্বাবুয়ের। প্রোটিয়াদের সেই ঐতিহ্যে এবারও ছেদ ধরানো গেল না। তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের ছাড়াও জিম্বাবুয়েকে হারাতে কোনো সমস্যা হয়নি তাদের। বুলাওয়ে টেস্টে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

৫৩৭ রানের লক্ষ্য নিয়ে তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে থেমে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। করবিন বোশের দুর্দান্ত বোলিংয়ের সামনে সেভাবে থিতু হতে পারেননি দলটির ব্যাটাররা। সর্বোচ্চ ৫৭ রান এসেছে লেজের ব্যাটার ওয়েলিংটন মাসাকাদজার কাছ থেকে। ৪৯ রানে ফেরেন ক্রেইগ এরভিন। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ব্লেসিং মুজারাবানি ৩২ রানে অপেরাজি থাকেন।

নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন বোশ। অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট শিকার করেছেন কোডি ইউসুফ। দুই ইনিংস মিলিয়ে এই পেসার নিয়েছেন ৬ উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই ১৬৭ রানের লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই লিড তাদের দ্বিতীয় ইনিংস শেষে গিয়ে দাঁড়ায় ৫৩৬ রানে। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৩৭ রানের। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হলো ৪১৮। অলৌকিক কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকা জন্য অপেক্ষা করছিল জয়। জিম্বাবুয়ে অসাধারণ কিছু তো দূরে থাক, লক্ষ্যের অর্ধেক রানও তুলতে পারেনি। একই মাঠে আগামী সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত