নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকার সেপো ইনোসেন্ট এনতুলির সঙ্গে বাংলাদেশের রিপন মন্ডলের বাকবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা। মাঠের খেলাতেও বাংলাদেশ দেখাচ্ছে দাপট। প্রথম ইনিংসে বাংলাদেশ যা করেছে, তার অর্ধেক রান তুলতেই প্রোটিয়ারা হারিয়েছে ৬ উইকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। মিরপুরে গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ২১৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের নামের পাশে তখন ৮৯ ওভার। দ্বিতীয় দিনের ১৬তম ওভারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে শুরু হয় তুমুল তর্কযুদ্ধ। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন।
এনতুলি-রিপনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন। বাংলাদেশের স্কোর তখন ১০৪.১ ওভারে ৮ উইকেটে ২৯২ রান। এখান থেকে শেষ দুই উইকেটে বাংলাদেশ যোগ করে আরও ৭৯ রান। যেখানে ১১৭তম ওভারের দ্বিতীয় বলে রিপনকে ফেরান এনতুলি। ৯ নম্বরে নেমে রিপন করেছেন ৪৩ রান। নবম উইকেট জুটিতে রিপন-মেহেদী হাসান যোগ করেন ৬০ রান।
১০ নম্বরে নামা মেহেদী ৪৪ রান করে অপরাজিত থাকেন। ১২২তম ওভারের চতুর্থ বলে নাঈম আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন আন্দিল চার্লস মোগাকানে। ১২১.৪ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৭১ রানে। ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। ২৯১ বলের ইনিংসে ১৪ চার মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মঈন খান। দক্ষিণ আফ্রিকার মোগাকানে ও এনতুলি নিয়েছেন ৪ ও ৩ উইকেট। এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা ও ডিয়ান ফরেস্টে পেয়েছেন ২ ও ১ উইকেট।
উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মুহাম্মদ মানাক ও মিকা এল প্রিন্স যোগ করেন ৪৮ রান। ১২তম ওভারের শেষ বলে প্রিন্সকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম। দ্বিতীয় উইকেটে এরপর রোমাশান সোমা পিল্লায়কে নিয়ে ৪৮ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন মানাক। ২৩তম ওভারের চতুর্থ বলে পিল্লায়কে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদী।
পিল্লায় ফেরার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে নামে ধস। ১ উইকেটে ৯৬ রান থেকে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৫০ রান। ৪২তম ওভারের শেষ বলে মোগাকানের উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৪২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রান, তখন নামে বৃষ্টি। এখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। প্রোটিয়া অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন মাত্র উইকেটে এলেও বল মোকাবেলা করেননি।
দক্ষিণ আফ্রিকার সেপো ইনোসেন্ট এনতুলির সঙ্গে বাংলাদেশের রিপন মন্ডলের বাকবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা। মাঠের খেলাতেও বাংলাদেশ দেখাচ্ছে দাপট। প্রথম ইনিংসে বাংলাদেশ যা করেছে, তার অর্ধেক রান তুলতেই প্রোটিয়ারা হারিয়েছে ৬ উইকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। মিরপুরে গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ২১৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের নামের পাশে তখন ৮৯ ওভার। দ্বিতীয় দিনের ১৬তম ওভারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে শুরু হয় তুমুল তর্কযুদ্ধ। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন।
এনতুলি-রিপনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন। বাংলাদেশের স্কোর তখন ১০৪.১ ওভারে ৮ উইকেটে ২৯২ রান। এখান থেকে শেষ দুই উইকেটে বাংলাদেশ যোগ করে আরও ৭৯ রান। যেখানে ১১৭তম ওভারের দ্বিতীয় বলে রিপনকে ফেরান এনতুলি। ৯ নম্বরে নেমে রিপন করেছেন ৪৩ রান। নবম উইকেট জুটিতে রিপন-মেহেদী হাসান যোগ করেন ৬০ রান।
১০ নম্বরে নামা মেহেদী ৪৪ রান করে অপরাজিত থাকেন। ১২২তম ওভারের চতুর্থ বলে নাঈম আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন আন্দিল চার্লস মোগাকানে। ১২১.৪ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৭১ রানে। ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। ২৯১ বলের ইনিংসে ১৪ চার মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মঈন খান। দক্ষিণ আফ্রিকার মোগাকানে ও এনতুলি নিয়েছেন ৪ ও ৩ উইকেট। এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা ও ডিয়ান ফরেস্টে পেয়েছেন ২ ও ১ উইকেট।
উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মুহাম্মদ মানাক ও মিকা এল প্রিন্স যোগ করেন ৪৮ রান। ১২তম ওভারের শেষ বলে প্রিন্সকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম। দ্বিতীয় উইকেটে এরপর রোমাশান সোমা পিল্লায়কে নিয়ে ৪৮ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন মানাক। ২৩তম ওভারের চতুর্থ বলে পিল্লায়কে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদী।
পিল্লায় ফেরার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে নামে ধস। ১ উইকেটে ৯৬ রান থেকে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৫০ রান। ৪২তম ওভারের শেষ বলে মোগাকানের উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৪২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রান, তখন নামে বৃষ্টি। এখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। প্রোটিয়া অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন মাত্র উইকেটে এলেও বল মোকাবেলা করেননি।
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
২১ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে