Ajker Patrika

বাংলাদেশ-জিম্বাবুয়েই দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের ‘প্রিয়’ প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৭: ০৩
বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেলেই জ্বলে ওঠেন ভিয়ান মুলডার। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেলেই জ্বলে ওঠেন ভিয়ান মুলডার। ছবি: ক্রিকইনফো

৩৩ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি, গড় ২৫.৬২—পরিসংখ্যানই বলে দিচ্ছে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে সিদ্ধহস্ত ভিয়ান মুলডার। টেস্টে ধৈর্যের পরীক্ষা কতটা দিতে পারেন, সে ব্যাপারেও কিছুটা ধারণা তো পাওয়া গেল। এমনকি এই অল্প কয়েক ইনিংসে তাঁর প্রিয় প্রতিপক্ষ কোন দল, সেটা স্পষ্ট বোঝা গেছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ের বিপক্ষে খেলতেই মূলত মুলডার বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। টেস্টে তাঁর পঞ্চাশোর্ধ্ব তিন ইনিংসের তিনটিই এসেছে এই দুই দলের বিপক্ষে। যেখানে আজ বুলাওয়েতে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এবার তিন অঙ্ক ছুঁতে তাঁর লেগেছে ১৪৯ বল। ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে জিম্বাবুইয়ান পেসার তানাকা চিভাঙ্গাকে চার মেরে মুলডার তুলে নিলেন সেঞ্চুরি। এখন পর্যন্ত ১৬১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৭ রান করেন মুলডার।

মুলডারের ক্যারিয়ারসেরা ইনিংসের দিনে বুলাওয়ে টেস্টে ছড়ি ঘোরাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভারে ৫ উইকেটে ২০৪ রান করেছে প্রোটিয়ারা। লিডসহ দক্ষিণ আফ্রিকার রান ৩৭১। ষষ্ঠ উইকেটে এরই মধ্যে ৪৯ রানের জুটি গড়েছেন মুলডার ও কাইল ভেরেইনে। ১১ রানে ব্যাটিং করছেন ভেরেইনে।

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মুলডার পেয়েছেন গত বছরের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে। চট্টগ্রামে সাত নম্বরে নেমে ১৫০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত ছিলেন। আট মাস পর আজ সেটাকেও ছাড়িয়ে গেলেন প্রোটিয়া এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে এবার মুলডার খেলতে নেমেছেন তিন নম্বরে।

টেস্টে ভিয়ান মুলডারের সর্বোচ্চ তিন ইনিংস

স্কোর প্রতিপক্ষ সাল ভেন্যু

১১৭* জিম্বাবুয়ে ২০২৫ বুলাওয়ে

১০৫* বাংলাদেশ ২০২৪ চট্টগ্রাম

৫৪ বাংলাদেশ ২০২৪ মিরপুর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত