টেস্ট চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
বড় সংযোজন হিসেবে প্রোটিয়া দলে ফিরেছেন গত গ্রীষ্ম থেকে কুঁচকির চোটে মাঠের বাইরে থাকা লুঙ্গি এনগিডি। চোট থেকে সেরে ওঠার পর এ বছরের শুরুতে সাদা বলের ম্যাচ খেলেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগেও অংশ নিয়েছেন। তাঁকে পূর্ণ ফিট পাচ্ছে তারা।
সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ ১৬ সদস্যের দল থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। তরুণ পেসার কেউইনা মাফাকাকে বাদ দিয়ে দলে ফেরানো হয় এনগিডিকে। এ ছাড়া বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটসকে।
টপ অর্ডারে আছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। মিডল অর্ডারে উদীয়মান তারকা ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহাম ও অধিনায়ক বাভুমা। উইকেটের পেছনে এবং নিচের দিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কাইল ভেরেইনে।
অলরাউন্ডার উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের পাশাপাশি পেস বিভাগে থাকবেন কাগিসো রাবাদা, এনগিডি, ডেন প্যাটারসন ও করবিন বশ। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ, সঙ্গে থাকবেন সেনুরান মুথুসামি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বশ, কাইল ভেরেইনে, ডেভিড বেডিংহাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।
অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
বড় সংযোজন হিসেবে প্রোটিয়া দলে ফিরেছেন গত গ্রীষ্ম থেকে কুঁচকির চোটে মাঠের বাইরে থাকা লুঙ্গি এনগিডি। চোট থেকে সেরে ওঠার পর এ বছরের শুরুতে সাদা বলের ম্যাচ খেলেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগেও অংশ নিয়েছেন। তাঁকে পূর্ণ ফিট পাচ্ছে তারা।
সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ ১৬ সদস্যের দল থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। তরুণ পেসার কেউইনা মাফাকাকে বাদ দিয়ে দলে ফেরানো হয় এনগিডিকে। এ ছাড়া বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটসকে।
টপ অর্ডারে আছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। মিডল অর্ডারে উদীয়মান তারকা ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহাম ও অধিনায়ক বাভুমা। উইকেটের পেছনে এবং নিচের দিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কাইল ভেরেইনে।
অলরাউন্ডার উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের পাশাপাশি পেস বিভাগে থাকবেন কাগিসো রাবাদা, এনগিডি, ডেন প্যাটারসন ও করবিন বশ। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ, সঙ্গে থাকবেন সেনুরান মুথুসামি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বশ, কাইল ভেরেইনে, ডেভিড বেডিংহাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে