Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবলধোলাই এড়াতে পারবে তো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। ছবি: ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। ছবি: ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ নেমেছে ধবলধোলাই এড়ানোর মিশনে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে লড়াইয়ের মতো স্কোর স্বাগতিকেরা জমা করেছে স্কোরবোর্ডে।

ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শারমিন সুলতানা। দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশ ছুড়ে দিয়েছে ২৫৪ রানের লক্ষ্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করেছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৩.৪ ওভারে ২ উইকেটে ৯ রানে পরিণত হয় স্বাগতিকেরা। অধিনায়ক শারমিন করেছেন ৯ রান। দ্রুত ২ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন ইশমা তানজিম ও সুমাইয়া আক্তার। তৃতীয় উইকেটে ওপেনার তানজিমের সঙ্গে ৮৭ রানের জুটি গড়তে অবদান রাখেন সুমাইয়া। ২৫তম ওভারের প্রথম বলে সুমাইয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন গান্দি পাপামা লুমেলা জাফতা। ৬০ বলে ৩৮ রান করেন সুমাইয়া।

তানজিমের উইকেটও দ্রুত তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৮৩ বলে ৬ চারে ৫৭ রান করেন তানজিম। সুমাইয়া, তানজিমের দুই উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে রুবিয়া হায়দার ঝিলিক ও আফিয়া আসিমা ইরা গড়েন ৬৮ রানের জুটি। ঝিলিকের (৩৪) বিদায়ে ভাঙে এই জুটি। ষষ্ঠ উইকেটে এরপর ইরার সঙ্গে ৬১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্বর্ণা আক্তার। সাত নম্বরে নেমে স্বর্ণা ৩০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ৭ চার মেরেছেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ২৫৩ রান। তানজিমের ৫৭ রানই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ স্কোর।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোতসো রাপু ৬ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। তাঁর সমান ২ উইকেট পেয়েছেন ডেলমারি টাকার। একটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত