Ajker Patrika

চার বছর পর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো
২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় সবশেষ বাংলাদেশ ক্রিকেট দল সেবারই সবশেষ সফর করেছিল। অবশেষে বাংলাদেশের ফুরোচ্ছে চার বছরের অপেক্ষা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী কোনো ক্রিকেট দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে না। তবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ২০২৬-২৭ মৌসুমে। তখন দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যদিও এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি।

২০২৫-২৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে, মেয়ে কোনো ক্রিকেট দলই ঘরের মাঠে টেস্ট খেলবে না। এই সময়ে প্রোটিয়া পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ২০২৫-২৬ মৌসুম আতিথেয়তা হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে।

টেস্ট ছাড়া এক মৌসুম কাটানোর পর ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের ব্যস্ততা বাড়বে। নতুন মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই টেস্ট। আর ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবেন প্রোটিয়া ছেলেরা। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিলে ১০ টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। ২০ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত