ক্রীড়া ডেস্ক
২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় সবশেষ বাংলাদেশ ক্রিকেট দল সেবারই সবশেষ সফর করেছিল। অবশেষে বাংলাদেশের ফুরোচ্ছে চার বছরের অপেক্ষা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী কোনো ক্রিকেট দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে না। তবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ২০২৬-২৭ মৌসুমে। তখন দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যদিও এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
২০২৫-২৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে, মেয়ে কোনো ক্রিকেট দলই ঘরের মাঠে টেস্ট খেলবে না। এই সময়ে প্রোটিয়া পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ২০২৫-২৬ মৌসুম আতিথেয়তা হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে।
টেস্ট ছাড়া এক মৌসুম কাটানোর পর ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের ব্যস্ততা বাড়বে। নতুন মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই টেস্ট। আর ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবেন প্রোটিয়া ছেলেরা। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিলে ১০ টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। ২০ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।
২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় সবশেষ বাংলাদেশ ক্রিকেট দল সেবারই সবশেষ সফর করেছিল। অবশেষে বাংলাদেশের ফুরোচ্ছে চার বছরের অপেক্ষা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী কোনো ক্রিকেট দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে না। তবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ২০২৬-২৭ মৌসুমে। তখন দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যদিও এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
২০২৫-২৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে, মেয়ে কোনো ক্রিকেট দলই ঘরের মাঠে টেস্ট খেলবে না। এই সময়ে প্রোটিয়া পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ২০২৫-২৬ মৌসুম আতিথেয়তা হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে।
টেস্ট ছাড়া এক মৌসুম কাটানোর পর ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের ব্যস্ততা বাড়বে। নতুন মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই টেস্ট। আর ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবেন প্রোটিয়া ছেলেরা। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিলে ১০ টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। ২০ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
৩৪ মিনিট আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৫ ঘণ্টা আগে