নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলার মাঠে ঝগড়াঝাঁটি, হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে পাড়ার ক্রিকেট—সব জায়গায় এমন ঘটনা ঘটে হরহামেশাই। মিরপুরে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হঠাৎই লেগে গেছে।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে ম্যাচের মাঝে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের ঘটনা। প্রথম বল করার পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন।
প্রথম ইনিংসে ৮৯ ওভারে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছে ২৫ ওভার। বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৪ ওভারে ৮ উইকেটে ৩৪৩ রান করেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। রিপন মন্ডল (৪২) ও মেহেদী হাসান (১৭) এখন উইকেটে আছেন। বাংলাদেশের ইনিংসে অবশ্য ইফতেখার হোসেন ইফতির (১০৯) পর আরও একটা সেঞ্চুরি হতে পারত। তবে সাত নম্বরে নামা মঈন খান ৯১ রান করে আউট হয়েছেন।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
খেলার মাঠে ঝগড়াঝাঁটি, হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে পাড়ার ক্রিকেট—সব জায়গায় এমন ঘটনা ঘটে হরহামেশাই। মিরপুরে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হঠাৎই লেগে গেছে।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে ম্যাচের মাঝে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের ঘটনা। প্রথম বল করার পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন।
প্রথম ইনিংসে ৮৯ ওভারে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছে ২৫ ওভার। বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৪ ওভারে ৮ উইকেটে ৩৪৩ রান করেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। রিপন মন্ডল (৪২) ও মেহেদী হাসান (১৭) এখন উইকেটে আছেন। বাংলাদেশের ইনিংসে অবশ্য ইফতেখার হোসেন ইফতির (১০৯) পর আরও একটা সেঞ্চুরি হতে পারত। তবে সাত নম্বরে নামা মঈন খান ৯১ রান করে আউট হয়েছেন।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণ নিয়ে আজ দিনভরই ক্রিকেটাঙ্গন ছিল গরম। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক পদ থেকে তাঁর মনোনয়ন বাতিল করে। গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর ফারুক এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আবাহনী বিপক্ষে আজ ফর্টিস এফসির ৪-০ গোলের জয়ে শেষ হয়েছে ঘরোয়া ফুটবল মৌসুম। তবে আগামী মৌসুম নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।
২ ঘণ্টা আগেজুনের পর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। এর আগে সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো। সেখানে ইউরোপের দেশের বিপক্ষে খেলতে হামজা-শমিতদের খেলাতে চায় বাফুফে।
৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণের গুঞ্জন নিয়ে আজ দিনভরই ক্রিকেটপাড়া বেশ গরম ছিল বলা যায়। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। কিন্তু তাঁর প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে চিঠি পাঠিয়েছেন বিসিবির আট পরিচালক।
৫ ঘণ্টা আগে