তামিম-রহস্য নিয়েই বাংলাদেশের ওপেনিংয়ে পরীক্ষা
টি-টোয়েন্টি খেলা-না খেলা নিয়ে রহস্য বাড়িয়েই চলেছেন তামিম ইকবাল। গতকাল ফেসবুকে তাঁর একটি পোস্টে রহস্য আরও গাঢ় হয়েছে। ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল’, এরপর তিনটি হাতের ইমোজি। মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে তামিমের এই পোস্ট। কেউ ধারণা করছেন, এটা অবসরের ইঙ্গিত। কেউ উলটোও ভাবছেন, টি-টোয়েন্টিতে ফেরার আভা