Ajker Patrika

অবশেষে ৫ হাজারি ক্লাবে তামিম

অবশেষে ৫ হাজারি ক্লাবে তামিম

শুরুর তিন সঙ্গীর কেউই রানের খাতা খুলতে পারেননি। দলের বিপর্যয়ে ব্যক্তিগত কীর্তি স্বাভাবিকভাবেই খুব একটা আনন্দ দেওয়ার কথা নয়। তামিম ইকবালও উদ্যাপনের কিংবা অভিবাদনের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। হয়তো তাঁর মনেও ছিল না। 

লেগ সাইডে ফ্লিক করে ৩ রান নিতেই ধারাভাষ্যকার ইয়ান বিশপ সমস্বরে বলেছেন, ‘একজন জাত ওপেনারের ৫ হাজার টেস্ট রান’। সে কথা ২২ গজে পৌঁছার কথা নয়। 

তামিম না শুনলেই বা কী! মাইলফলক ঠিকই ছোঁয়া হয়ে গেছে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের কীর্তি গড়েছেন তিনি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। হজ করতে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। 

আজ অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নামার আগে মাইলফলক থেকে ১৯ রান দূরে ছিলেন তামিম। প্রথম আধঘণ্টাতেই সেটি করে ফেলেন দেশসেরা ওপেনার। তামিমের রানটাই তখন ছিল বাংলাদেশের দলীয় সংগ্রহ। 

 ৬৮ ম্যাচ ও ১২৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে তামিমের। মুশফিকের লেগেছিল ১৩ ম্যাচ আর ২০ ইনিংস বেশি। অথচ মুশফিকের আগেই বাংলাদেশের হয়ে ৫ হাজারি ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন চা বিরতির পর পেশিতে টান পড়ায় মাঠ ছাড়েন তিনি। তখন ১৩৩ রানের অপরাজিত ছিলেন তিনি। পরের দিন ব্যাটিংয়ে নামলেও প্রথম বলেই হয়ে যান বোল্ড। 

ঢাকায় দ্বিতীয় টেস্টে ছিলেন চরম ব্যর্থ। দুই ইনিংসেই ০ রানে আউট হন তিনি। ১৯ রানের আক্ষেপ ভুলতে তাই অপেক্ষা করতে হলো প্রায় এক মাস। 
 
মাইলফলক ছুঁলেও দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি তামিম। আলজারি জোসেফের লেগ স্টাম্পের বাইরের বলে হাত দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি (২৯)। তাতে করে বাংলাদেশ এক রকম খাদের কিনারে পৌঁছে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ৬ উইকেটে ৭৬ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত