ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গ্রামে ক্রিকেটাররা
সিরিজ ব্যস্ততায় পরিবার নিয়ে ক্রিকেটারদের ঈদ আনন্দ খুব একটা উপভোগ করা হয় না। এমনও হয়েছে যে ঈদের দিন অনুশীলন করতে হয়েছে তাঁদের। তবে এবার খানিকটা ভিন্ন পরিবেশ পাচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগে ঈদের ছুটি পেয়েছেন তাঁরা।