Ajker Patrika

প্রস্তুতি ম্যাচ তামিমদের আত্মবিশ্বাসের জ্বালানি হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২২, ১২: ৫৬
প্রস্তুতি ম্যাচ তামিমদের আত্মবিশ্বাসের জ্বালানি হবে

প্রথম টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচটাই নিজেদের দেখে নেওয়ার একমাত্র ভরসা বাংলাদেশের। বিশেষ করে ব্যাটারদের। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ব্যাটিং বেছে নেওয়ার কারণও সেটা। গতকাল প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ করেছে বাংলাদেশ।

আউট হওয়া ৬ ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাহমুদুল হাসান জয় আর মুমিনুল শূন্য রানে ফিরেছেন। লিটন দাস ৪ আর নুরুল হাসান সোহান করেছেন ৭ রান। আজ তামিমের সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৬ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। 

ওয়েস্ট ইন্ডিজ থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেছেন, ‘এখানে এসে দুই-তিন দিন ফিটনেসের কাজ করেছি, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তিন দিনের প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য ভালো একটা সুযোগ, ব্যাটাররা এখান থেকে আত্মবিশ্বাস অর্জন করছে।’

যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্ত ছাড়া কারও অবশ্য সেটা হয়নি। ব্যাটিং অর্ডার আর টি-টোয়েন্টি খেলা-না খেলার বিতর্ক সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন তামিম। গতকাল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটারও তিনিই। দিন শেষ করেছেন ১৪০ রানে অপরাজিত থেকে। ২৪০ বলের ইনিংসে ১৯টি চার ও ১টি ছক্কা। তামিমের সঙ্গে দিনের সবচেয়ে বড় ১৪০ রানের জুটির সঙ্গী শান্ত। 

শান্তর ইনিংস শেষ হয়েছে ৫৪ রানে। ৯৯ বলের ইনিংসে চার ৯টি। দুই অঙ্ক ছাড়িয়েছেন আর ইয়াসির আলী রাব্বি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তাঁর রান ১১। মোসাদ্দেক বলছেন, ‘তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করেছেন। শান্তও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, ব্যাটারদের জন্য ভালো একটা প্রস্তুতি ছিল। প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচটা আমাদের ভালো সহায়তা করবে।’

ওয়েস্ট ইন্ডিজে ব্যাটারদের জন্য যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটাও উঠে এসেছে মোসাদ্দেকের কথায়, ‘এখানকার কন্ডিশন বাংলাদেশ থেকে ভিন্ন। বলে একটু বেশি মুভমেন্ট থাকে। উইকেটও বাংলাদেশ থেকে সাধারণত বাউন্সি হয়। প্রস্তুতি ম্যাচটা তাই সব দিক থেকে আমাদের কাজে দেবে। ব্যাটাররা আত্মবিশ্বাস নিতে পারবে এখান থেকে।’ প্রথম ইনিংসে অবশ্য উইকেটে থেকে সেটা নিতে পারেননি বেশির ভাগ ব্যাটার। মোসাদ্দেক কতটা নিতে পারেন, সেটা বোঝা যাবে আজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত