নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচটাই নিজেদের দেখে নেওয়ার একমাত্র ভরসা বাংলাদেশের। বিশেষ করে ব্যাটারদের। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ব্যাটিং বেছে নেওয়ার কারণও সেটা। গতকাল প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ করেছে বাংলাদেশ।
আউট হওয়া ৬ ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাহমুদুল হাসান জয় আর মুমিনুল শূন্য রানে ফিরেছেন। লিটন দাস ৪ আর নুরুল হাসান সোহান করেছেন ৭ রান। আজ তামিমের সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৬ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক হোসেন সৈকত।
ওয়েস্ট ইন্ডিজ থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেছেন, ‘এখানে এসে দুই-তিন দিন ফিটনেসের কাজ করেছি, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তিন দিনের প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য ভালো একটা সুযোগ, ব্যাটাররা এখান থেকে আত্মবিশ্বাস অর্জন করছে।’
যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্ত ছাড়া কারও অবশ্য সেটা হয়নি। ব্যাটিং অর্ডার আর টি-টোয়েন্টি খেলা-না খেলার বিতর্ক সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন তামিম। গতকাল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটারও তিনিই। দিন শেষ করেছেন ১৪০ রানে অপরাজিত থেকে। ২৪০ বলের ইনিংসে ১৯টি চার ও ১টি ছক্কা। তামিমের সঙ্গে দিনের সবচেয়ে বড় ১৪০ রানের জুটির সঙ্গী শান্ত।
শান্তর ইনিংস শেষ হয়েছে ৫৪ রানে। ৯৯ বলের ইনিংসে চার ৯টি। দুই অঙ্ক ছাড়িয়েছেন আর ইয়াসির আলী রাব্বি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তাঁর রান ১১। মোসাদ্দেক বলছেন, ‘তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করেছেন। শান্তও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, ব্যাটারদের জন্য ভালো একটা প্রস্তুতি ছিল। প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচটা আমাদের ভালো সহায়তা করবে।’
ওয়েস্ট ইন্ডিজে ব্যাটারদের জন্য যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটাও উঠে এসেছে মোসাদ্দেকের কথায়, ‘এখানকার কন্ডিশন বাংলাদেশ থেকে ভিন্ন। বলে একটু বেশি মুভমেন্ট থাকে। উইকেটও বাংলাদেশ থেকে সাধারণত বাউন্সি হয়। প্রস্তুতি ম্যাচটা তাই সব দিক থেকে আমাদের কাজে দেবে। ব্যাটাররা আত্মবিশ্বাস নিতে পারবে এখান থেকে।’ প্রথম ইনিংসে অবশ্য উইকেটে থেকে সেটা নিতে পারেননি বেশির ভাগ ব্যাটার। মোসাদ্দেক কতটা নিতে পারেন, সেটা বোঝা যাবে আজ।
প্রথম টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচটাই নিজেদের দেখে নেওয়ার একমাত্র ভরসা বাংলাদেশের। বিশেষ করে ব্যাটারদের। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ব্যাটিং বেছে নেওয়ার কারণও সেটা। গতকাল প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ করেছে বাংলাদেশ।
আউট হওয়া ৬ ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাহমুদুল হাসান জয় আর মুমিনুল শূন্য রানে ফিরেছেন। লিটন দাস ৪ আর নুরুল হাসান সোহান করেছেন ৭ রান। আজ তামিমের সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৬ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক হোসেন সৈকত।
ওয়েস্ট ইন্ডিজ থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেছেন, ‘এখানে এসে দুই-তিন দিন ফিটনেসের কাজ করেছি, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তিন দিনের প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য ভালো একটা সুযোগ, ব্যাটাররা এখান থেকে আত্মবিশ্বাস অর্জন করছে।’
যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্ত ছাড়া কারও অবশ্য সেটা হয়নি। ব্যাটিং অর্ডার আর টি-টোয়েন্টি খেলা-না খেলার বিতর্ক সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন তামিম। গতকাল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটারও তিনিই। দিন শেষ করেছেন ১৪০ রানে অপরাজিত থেকে। ২৪০ বলের ইনিংসে ১৯টি চার ও ১টি ছক্কা। তামিমের সঙ্গে দিনের সবচেয়ে বড় ১৪০ রানের জুটির সঙ্গী শান্ত।
শান্তর ইনিংস শেষ হয়েছে ৫৪ রানে। ৯৯ বলের ইনিংসে চার ৯টি। দুই অঙ্ক ছাড়িয়েছেন আর ইয়াসির আলী রাব্বি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তাঁর রান ১১। মোসাদ্দেক বলছেন, ‘তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করেছেন। শান্তও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, ব্যাটারদের জন্য ভালো একটা প্রস্তুতি ছিল। প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচটা আমাদের ভালো সহায়তা করবে।’
ওয়েস্ট ইন্ডিজে ব্যাটারদের জন্য যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটাও উঠে এসেছে মোসাদ্দেকের কথায়, ‘এখানকার কন্ডিশন বাংলাদেশ থেকে ভিন্ন। বলে একটু বেশি মুভমেন্ট থাকে। উইকেটও বাংলাদেশ থেকে সাধারণত বাউন্সি হয়। প্রস্তুতি ম্যাচটা তাই সব দিক থেকে আমাদের কাজে দেবে। ব্যাটাররা আত্মবিশ্বাস নিতে পারবে এখান থেকে।’ প্রথম ইনিংসে অবশ্য উইকেটে থেকে সেটা নিতে পারেননি বেশির ভাগ ব্যাটার। মোসাদ্দেক কতটা নিতে পারেন, সেটা বোঝা যাবে আজ।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে