Ajker Patrika

১১৭২ দিন পর তামিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৭ মে ২০২২, ১৪: ১১
১১৭২ দিন পর তামিম

আসিথা ফার্নান্দোর বলটা স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন। রানের দৌড় শেষ করতে করতে আকাশের পানে চেয়ে থেকে চেনা উদ্‌যাপন। মুখাবয়বই বলে দিচ্ছিল, বড়সড় একটা চাপ মাথা থেকে সরালেন তামিম ইকবাল। 

তামিমের দশম টেস্ট সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। টেস্ট ক্রিকেটের প্রতি বাংলাদেশ ওপেনারের অন্য রকম ভালো লাগা কাজ করে। ক্রিকেটের অভিজাত সংস্করণে সর্বশেষ সেঞ্চুরি ১১৭২ দিন আগে। অবশেষে অপেক্ষা ফুরোল তামিমের। নিজের শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপেক্ষার অবসান ঘটিয়েছেন। 

আজ টেস্টের তৃতীয় দিনে ১৫২ বলে ৮৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন সেঞ্চুরির চাপ মাথায় নিয়ে। বিরতির পর ১০ বলে তিন অঙ্ক ছোঁয়ার মধুর কাজটা সেরে ফেলেন। ৯৫ রানে দাঁড়িয়ে আসিথা ফার্নান্দোকে চার মেরে ৯৯ রানে পৌঁছান। পরের বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের হ্যামিলটন টেস্টে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম। এরপর সেঞ্চুরি পাওয়া হয়নি নিজের সর্বশেষ ১৫ ইনিংসে। এমন না যে রানে ছিলেন না। শুধু সেঞ্চুরিটাই পাওয়া হচ্ছিল না কোনোভাবে। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কা সফরে পাল্লেকেলেতে পরপর দুই টেস্টে কাছে গিয়েও সেঞ্চুরি পাওয়া হয়নি। হোম ভেন্যুতে সেই আক্ষেপ মেটালেন তামিম। শুরুতে জড়তা থাকলেও ইনিংস যত এগিয়েছে ততই সাবলীল খেলেছেন। 

গতকাল দ্বিতীয় দিন ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন তামিম। শ্রীলঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসকে চার মেরে ৭৩ বলে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি পূর্ণ করেন। ফিফটির হাত ধরেই এল সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত