নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে সংস্করণে ভালো করেই দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে অবশ্য ভালো করতে পারেননি তিনি। জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যে সংস্করণে ভালো করে দলে জায়গা পেয়েছেন সেখানে বিজয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হয়েছে একই প্রশ্ন। তামিম অবশ্য বিজয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত রাখার পক্ষে যুক্তি দিয়েছেন।
১৫০ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাঁকে দলে রাখা নিয়ে তামিম বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও এনামুল (বিজয়) ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে সম্প্রতি দলে এসেছে। তবে আমি যদি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম এর মানে হতো শেষ তিন সিরিজে আমরা ভুল ছিলাম। কেন তাহলে আমরা শেষ তিন সিরিজে শান্তকে টেনেছি? কাউকে দলে খেলাচ্ছি এর মধ্যে হঠাৎ করে একজন আসল তাকে আমরা খেলিয়ে দিলাম, এভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
শান্তকে দলে টানলেও তাঁর জন্যও সতর্ক বার্তা দিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘এমন সুযোগ সব সময় আসবে। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। তাই সুযোগ কাজে লাগানো জরুরি।’
দারুণ জয়ে সিরিজ শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তামিম। বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ধরনের ক্যাচ ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে চিন্তার কথা বলেছি। এটা বন্ধ হতে হবে। এই ধরনের ভুল কমাতে হবে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতে হতো। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’
ওয়ানডে সংস্করণে ভালো করেই দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে অবশ্য ভালো করতে পারেননি তিনি। জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যে সংস্করণে ভালো করে দলে জায়গা পেয়েছেন সেখানে বিজয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হয়েছে একই প্রশ্ন। তামিম অবশ্য বিজয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত রাখার পক্ষে যুক্তি দিয়েছেন।
১৫০ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাঁকে দলে রাখা নিয়ে তামিম বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও এনামুল (বিজয়) ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে সম্প্রতি দলে এসেছে। তবে আমি যদি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম এর মানে হতো শেষ তিন সিরিজে আমরা ভুল ছিলাম। কেন তাহলে আমরা শেষ তিন সিরিজে শান্তকে টেনেছি? কাউকে দলে খেলাচ্ছি এর মধ্যে হঠাৎ করে একজন আসল তাকে আমরা খেলিয়ে দিলাম, এভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
শান্তকে দলে টানলেও তাঁর জন্যও সতর্ক বার্তা দিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘এমন সুযোগ সব সময় আসবে। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। তাই সুযোগ কাজে লাগানো জরুরি।’
দারুণ জয়ে সিরিজ শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তামিম। বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ধরনের ক্যাচ ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে চিন্তার কথা বলেছি। এটা বন্ধ হতে হবে। এই ধরনের ভুল কমাতে হবে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতে হতো। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’
মিরপুরের ঘন কালো পিচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। পিচের সেই ঘনকালো রঙই যেন আরও একবার স্বাগতিকদের ব্যাটিংয়ে ফুটে উঠেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে একটি দুঃস্বপ্নসময় সিরিজ শেষে চারদিনের মাথায় মাঠের খেলায় ফিরেছে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক শাই হোপ। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। ফিল্ডিং করবে তাঁর দল।
২ ঘণ্টা আগেতিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান। এই হামলাকে অনৈতিক ও বর্বরোচিত বলে উল্লেখ করেছেন তারকা লেগস্পিনার। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকি দিয়ে রাখলেন রশিদ।
২ ঘণ্টা আগেবিমান হামলায় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মোহাম্মদ নবির মতো তারকা ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে