Ajker Patrika

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন তামিম

আপডেট : ১০ জুলাই ২০২২, ১১: ১৭
প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন তামিম

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। এই দুই সংস্করণে বাংলাদেশের কমজোরি অবশ্য নতুন কিছু নয়। সেসব ভুলে পছন্দের সংস্করণ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা। 

গায়ানায় আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা উপহার দিতে চান তামিম ইকবাল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তবে টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি। 

তামিম বলেছেন, ‘ওয়ানডে সংস্করণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই সেরাটা দিতে উন্মুখ থাকে। টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলিনি। ওয়ানডেতে ভালো করতে চাই। আলাদাভাবে সবাইকে অনুপ্রাণিত করার কিছু নেই। সবাই দেশের জন্য খেলছে।’ 

বাংলাদেশে আজ ঈদুল আজহা পালন করা হলেও গায়ানায় হয়েছে গতকাল। ঈদের নামাজ শেষে বাংলাদেশ দল অনুশীলনে নামলেও বৃষ্টির কারণে একটু পরেই ড্রেসিং রুমে ফিরে আসতে হয়। এ নিয়ে হতাশ তামিম, ‘প্রস্তুতি নিয়ে আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। ৭-৮ দিন হয়ে গেছে, এখনো ব্যাট করতে পারিনি। আজ (কাল) একটু সুযোগ ছিল, কিন্তু ২ বল খেলার পর বৃষ্টি এসেছে। প্রকৃতির ওপর আমাদের হাত নেই। এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। অনুশীলন সেশনগুলো আগেই ঠিক করা ছিল। দুর্ভাগ্যবশত (বিরূপ) আবহাওয়ার কারণে সম্ভব হয়নি।’ 

আজ প্রথম ওয়ানডে শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। একই মাঠে একই সময় শেষ দুই ম্যাচ বুধ ও শনিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত