Ajker Patrika

ক্যারিবীয়দের বার্তা দিলেন মোস্তাফিজ-তামিমরা

আপডেট : ১৩ জুন ২০২২, ১৭: ৪৫
ক্যারিবীয়দের বার্তা দিলেন মোস্তাফিজ-তামিমরা

মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন মোস্তাফিজ-তামিমরা।

প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তামিম ইকবালের দেড় শ ছাড়ানো ইনিংস। আর ১৬ মাস পর লাল হাতে নিয়েই মোস্তাফিজুর চমক। গতকাল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নিজের প্রথম ওভারেই নিয়েছেন দুই উইকেট।  পরে নিয়েছেন আরও একটি। মোস্তাফিজ ছাড়া ইবাদত হোসেনও নিয়েছেন ৩ উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট।  সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৭ রান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছে তামিম। দেড় শ ছাড়ানো এই ওপেনার শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্তর ফিফটি বাদে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ইবাদত। এই পেসার বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড় শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজকে(গতকাল) যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত