Ajker Patrika

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে এনামুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৩: ৫৪
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে এনামুল

হারারেতে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা। বাংলাদেশ একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। 

একাদশে জায়গা হয়েছে এনামুল হক বিজয়ের। বিজয়কে জায়গা দিতে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে ছিলেন শান্ত। যদিও ব্যাট কথা বলেনি সেই অর্থে। তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে কিছুটা সতর্ক বাংলাদেশ। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়েকে কঠিন প্রতিপক্ষ হিসেবে সমীহ করছেন তামিম ইকবাল। সিরিজ জিততে তাই নিজেদের সেরাটাই দিতে চান বাংলাদেশ অধিনায়ক।

ওয়ানডেতে ২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে জয় নেই জিম্বাবুয়ের। এই সংস্করণে স্বাগতিকদের বিপক্ষে টানা ১৯ ম্যাচ অপরাজিত বাংলাদেশ। সংখ্যাটা আজ আরেক ধাপ ছাড়িয়ে যেতে চাইবে তামিমের দল। যদিও টি টোয়েন্টি সিরিজ জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত