Ajker Patrika

এটা পাড়ার ক্রিকেট নয় যে একে-ওকে খেলিয়ে দিলাম, দল নিয়ে তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয়ের পর শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছিলেন তামিম ইকবাল। যদিও শেষ পর্যন্ত প্রায় একই একাদশ নিয়ে খেলে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের হিসেব-নিকেশ না থাকলেও টিম ম্যানেজমেন্টের একই একাদশ খেলানোর সঙ্গে দ্বিমত করেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

আরেকটি ওয়ানডে সিরিজ সামনে। টি-টোয়েন্টি দল আগে গেলেও গতরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্য রওনা দেন ওয়ানডে দলের সদস্যরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে পরীক্ষা-নিরীক্ষার হবে কি না এমন প্রশ্নে বিমানবন্দরে তামিম বলেন, ‘১৫ জনের অনেকে অনেক সময় খেলার সুযোগ পায় না। এ রকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি। দলের জন্য ভালো হবে। কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ। পাড়ার কোনো খেলা না যে আমি একে-ওকে খেলালাম। যেই হোক, যে দলে জায়গা পাওয়ার উপযুক্ত, সে অবশ্যই খেলবে।’

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজের দলে সিনিয়র ক্রিকেটারদের রাখা হয়নি। তরুণেরা এখন সুযোগ পাচ্ছে জানিয়ে তামিম বলেন, ‘আমার মনে হয় তরুণেরা এখন সব সুযোগই পাচ্ছে। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ নেই। শেষ সিরিজেও তরুণেরাই খেলেছে। আমার মনে হয়, তরুণ বা বৃদ্ধ...এটা নিইদানীং বেশি কথা হচ্ছে। যাদের সামর্থ্য আছে তারাই সুযোগ পাবে, বিশেষ করে ১৫ জনের দলে। আর সেরা একাদশ আমরা বেছে নেব।’

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও একই লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘পরিকল্পনা একই থাকবে, জেতার। আমি সব সময় একটা কথা বলি, কে এগিয়ে আছে বা পিছিয়ে, এটা সব সময় ব্যাপার না। অবশ্যই ওদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু ওদের মাটিতে খুব সহজে হারিয়ে দেওয়া যাবে, তা না। শেষ কয়েকটা সিরিজ যদি দেখেন, পাকিস্তানের মতো দলও কিন্তু হেরেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত