ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিয়ে পর্দায় আসছেন মার্কিন উপস্থাপক কার্লসন
কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি