আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাওয়ার আশ্বাসে উচ্ছ্বসিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সবশেষ কথোপকথন এ-যাবৎকালের মধ্যে ‘সবচেয়ে সেরা ও ফলপ্রসূ’।
গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমার শুক্রবারের ফোনালাপ সম্ভবত আমাদের এ পর্যন্ত হওয়া আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে সেরা ছিল। অত্যন্ত ফলপ্রসূ ছিল আমাদের আলাপচারিতা।
‘আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি সহায়তার সদিচ্ছা প্রকাশ করায় তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। প্যাট্রিয়ট সিস্টেম হচ্ছে ঠিক সেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
ফোনালাপে তাঁরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যৎ বৈঠকগুলোতে কাজ করবেন বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
এর আগের দিন শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, জেলেনস্কির সঙ্গে তাঁর কার্যকর আলাপ হয়েছে।
একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলাপের বিষয়ে হতাশা প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরতির প্রতি তাঁর অনাগ্রহ নিয়ে উদ্বেগ জানান ট্রাম্প।
জেলেনস্কির অনুরোধে ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাঁদের প্রতিরক্ষার জন্য এগুলোর প্রয়োজন হবে। তাঁদের ওপর তো ব্যাপক হামলা চলছে।’
সাম্প্রতিক সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে ৪০ মাস ধরে চলমান যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাওয়ার আশ্বাসে উচ্ছ্বসিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সবশেষ কথোপকথন এ-যাবৎকালের মধ্যে ‘সবচেয়ে সেরা ও ফলপ্রসূ’।
গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমার শুক্রবারের ফোনালাপ সম্ভবত আমাদের এ পর্যন্ত হওয়া আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে সেরা ছিল। অত্যন্ত ফলপ্রসূ ছিল আমাদের আলাপচারিতা।
‘আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি সহায়তার সদিচ্ছা প্রকাশ করায় তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। প্যাট্রিয়ট সিস্টেম হচ্ছে ঠিক সেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
ফোনালাপে তাঁরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যৎ বৈঠকগুলোতে কাজ করবেন বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
এর আগের দিন শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, জেলেনস্কির সঙ্গে তাঁর কার্যকর আলাপ হয়েছে।
একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলাপের বিষয়ে হতাশা প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরতির প্রতি তাঁর অনাগ্রহ নিয়ে উদ্বেগ জানান ট্রাম্প।
জেলেনস্কির অনুরোধে ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাঁদের প্রতিরক্ষার জন্য এগুলোর প্রয়োজন হবে। তাঁদের ওপর তো ব্যাপক হামলা চলছে।’
সাম্প্রতিক সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে ৪০ মাস ধরে চলমান যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
৫ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
৭ ঘণ্টা আগে