অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাধীনতা দিবসের দিনে হোয়াইট হাউসে আয়োজিত পিকনিকে তাঁর ব্যাপক আলোচিত বাজেট বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই বিল পাশের ফলে বড় অঙ্কের কর ছাড়ের পাশাপাশি কম আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় কাটছাঁট আসছে। একই সঙ্গে অভিবাসন নিয়ন্ত্রণে বরাদ্দ বেড়েছে নজিরবিহীনভাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিলটিতে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, ‘এটা দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বিল। আমরা সবকিছু একসঙ্গে একটি বিলে ঢুকিয়েছি। আমরা আগে কখনো এমন কিছু দেখিনি।’
এর আগের দিন বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যে এক জনসভায় ট্রাম্প এই বিলকে ‘আমেরিকার জন্মদিনের উপহার’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘ডেমোক্র্যাটরা যা কিছু নেতিবাচক বলছে, সবই ধোঁকাবাজি।’
দীর্ঘ কয়েক মাস আলোচনার পর বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হয়। পরে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে এটি ২১৯-২১৩ ভোটে পাশ হয়। মাত্র দুজন রিপাবলিকান এই বিলের বিরুদ্ধে ভোট দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই আইন যুক্তরাষ্ট্রের ডানপন্থীদের বহুদিনের দাবি বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।
আইনের আওতায় কর ছাড় বাড়ানো হয়েছে। এর মধ্যে টিপস, অতিরিক্ত সময়ের মজুরি এবং গাড়ি ঋণের সুদে অস্থায়ী কর অব্যাহতি রয়েছে। তবে গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ’ জানিয়েছে, এই কর ছাড়ের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী শ্রেণি। তবে ট্রাম্প দাবি করেছেন, ‘এই বিল কার্যকর হলে আমাদের দেশের অর্থনীতি রকেটের গতিতে এগোবে।’
অন্যদিকে, কম আয়ের ও প্রতিবন্ধীদের জন্য পরিচালিত স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইড এবং খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, এতে ১ কোটি ১৮ লাখ মানুষ স্বাস্থ্যসেবা হারানোর ঝুঁকিতে পড়বেন, আর ৮০ লাখ মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবেন। ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা প্রকাশ্য ডাকাতি। রিপাবলিকানরা গরিবদের পকেট কেটে ধনীদের হাতে তুলে দিচ্ছে।’
আইনের আওতায় অভিবাসন নিয়ন্ত্রণে ১৭০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। সমালোচকেরা বলছেন, এর ফলে ট্রাম্প প্রশাসনের ‘গণ-বহিষ্কার’ কার্যক্রম আরও জোরদার হবে। অভিবাসন অধিকারকর্মী নিকোল মেলাকু বলেন, ‘এই বাজেট ট্রাম্প প্রশাসনের হাতে অবাধ অর্থ তুলে দিচ্ছে, যাতে তারা অভিবাসীদের ভয় দেখাতে পারে, পরিবারগুলোকে আলাদা করতে পারে।’
গবেষণায় দেখা গেছে, সম্প্রতি অপরাধের রেকর্ড না থাকা অনেক অভিবাসীকেও গ্রেপ্তার করা হচ্ছে। যদিও কৃষি ও পর্যটন খাতের ব্যবসায়ীদের চাপের মুখে ট্রাম্প প্রশাসন কিছু সময়ের জন্য খামার, রেস্তোরাঁ ও হোটেলে অভিযান বন্ধ রাখে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যেসব খামার মালিক তাদের শ্রমিকদের জন্য ব্যক্তিগতভাবে দায় নিতে পারবেন, সেখানে অভিযান শিথিল করা হবে।
এ ছাড়া, এই বাজেটের মাধ্যমে পরিবেশ রক্ষায় বাইডেন প্রশাসনের নেওয়া সবুজ শক্তির বিভিন্ন উদ্যোগও বাতিল করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর ফলে জলবায়ু সংকট মোকাবিলার প্রচেষ্টায় বড় ধাক্কা লাগবে।
অর্থনীতিবিদদের ধারণা, এই বাজেট বিলের ফলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ব্যাপকভাবে বাড়বে। কংগ্রেসের বাজেট অফিসের হিসাব অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে এই বিলের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার বেড়ে যেতে পারে। এ নিয়ে ট্রাম্পের নিজ দলের ভেতরেও বিরোধিতা শুরু হয়েছে।
বিলের বিরুদ্ধে ভোট দেওয়া রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বলেন, ‘এই বিলের কারণে বাজেট ঘাটতি বাড়বে, যা দেশের মানুষকে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের চাপে ফেলবে।’ ডানপন্থী ধনকুবের ইলন মাস্কও এই বিলের বিরোধিতা করেছেন। কংগ্রেসে ভোটের আগেই তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দল গঠনের আহ্বান জানান।
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাধীনতা দিবসের দিনে হোয়াইট হাউসে আয়োজিত পিকনিকে তাঁর ব্যাপক আলোচিত বাজেট বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই বিল পাশের ফলে বড় অঙ্কের কর ছাড়ের পাশাপাশি কম আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় কাটছাঁট আসছে। একই সঙ্গে অভিবাসন নিয়ন্ত্রণে বরাদ্দ বেড়েছে নজিরবিহীনভাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিলটিতে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, ‘এটা দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বিল। আমরা সবকিছু একসঙ্গে একটি বিলে ঢুকিয়েছি। আমরা আগে কখনো এমন কিছু দেখিনি।’
এর আগের দিন বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যে এক জনসভায় ট্রাম্প এই বিলকে ‘আমেরিকার জন্মদিনের উপহার’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘ডেমোক্র্যাটরা যা কিছু নেতিবাচক বলছে, সবই ধোঁকাবাজি।’
দীর্ঘ কয়েক মাস আলোচনার পর বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হয়। পরে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে এটি ২১৯-২১৩ ভোটে পাশ হয়। মাত্র দুজন রিপাবলিকান এই বিলের বিরুদ্ধে ভোট দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই আইন যুক্তরাষ্ট্রের ডানপন্থীদের বহুদিনের দাবি বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।
আইনের আওতায় কর ছাড় বাড়ানো হয়েছে। এর মধ্যে টিপস, অতিরিক্ত সময়ের মজুরি এবং গাড়ি ঋণের সুদে অস্থায়ী কর অব্যাহতি রয়েছে। তবে গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ’ জানিয়েছে, এই কর ছাড়ের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী শ্রেণি। তবে ট্রাম্প দাবি করেছেন, ‘এই বিল কার্যকর হলে আমাদের দেশের অর্থনীতি রকেটের গতিতে এগোবে।’
অন্যদিকে, কম আয়ের ও প্রতিবন্ধীদের জন্য পরিচালিত স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইড এবং খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, এতে ১ কোটি ১৮ লাখ মানুষ স্বাস্থ্যসেবা হারানোর ঝুঁকিতে পড়বেন, আর ৮০ লাখ মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবেন। ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা প্রকাশ্য ডাকাতি। রিপাবলিকানরা গরিবদের পকেট কেটে ধনীদের হাতে তুলে দিচ্ছে।’
আইনের আওতায় অভিবাসন নিয়ন্ত্রণে ১৭০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। সমালোচকেরা বলছেন, এর ফলে ট্রাম্প প্রশাসনের ‘গণ-বহিষ্কার’ কার্যক্রম আরও জোরদার হবে। অভিবাসন অধিকারকর্মী নিকোল মেলাকু বলেন, ‘এই বাজেট ট্রাম্প প্রশাসনের হাতে অবাধ অর্থ তুলে দিচ্ছে, যাতে তারা অভিবাসীদের ভয় দেখাতে পারে, পরিবারগুলোকে আলাদা করতে পারে।’
গবেষণায় দেখা গেছে, সম্প্রতি অপরাধের রেকর্ড না থাকা অনেক অভিবাসীকেও গ্রেপ্তার করা হচ্ছে। যদিও কৃষি ও পর্যটন খাতের ব্যবসায়ীদের চাপের মুখে ট্রাম্প প্রশাসন কিছু সময়ের জন্য খামার, রেস্তোরাঁ ও হোটেলে অভিযান বন্ধ রাখে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যেসব খামার মালিক তাদের শ্রমিকদের জন্য ব্যক্তিগতভাবে দায় নিতে পারবেন, সেখানে অভিযান শিথিল করা হবে।
এ ছাড়া, এই বাজেটের মাধ্যমে পরিবেশ রক্ষায় বাইডেন প্রশাসনের নেওয়া সবুজ শক্তির বিভিন্ন উদ্যোগও বাতিল করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর ফলে জলবায়ু সংকট মোকাবিলার প্রচেষ্টায় বড় ধাক্কা লাগবে।
অর্থনীতিবিদদের ধারণা, এই বাজেট বিলের ফলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ব্যাপকভাবে বাড়বে। কংগ্রেসের বাজেট অফিসের হিসাব অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে এই বিলের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার বেড়ে যেতে পারে। এ নিয়ে ট্রাম্পের নিজ দলের ভেতরেও বিরোধিতা শুরু হয়েছে।
বিলের বিরুদ্ধে ভোট দেওয়া রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বলেন, ‘এই বিলের কারণে বাজেট ঘাটতি বাড়বে, যা দেশের মানুষকে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের চাপে ফেলবে।’ ডানপন্থী ধনকুবের ইলন মাস্কও এই বিলের বিরোধিতা করেছেন। কংগ্রেসে ভোটের আগেই তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দল গঠনের আহ্বান জানান।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন।
১ ঘণ্টা আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের (এসইএআরও) প্রধান সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে ছুটিতে রয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেপ্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৩ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম পাঁচ মাসেই ভারতীয় নাগরিকেরা অনলাইন প্রতারণায় প্রায় ৮২০ মিলিয়ন ডলার (প্রায় ৯ হাজার ৯৭০ কোটি টাকা) হারিয়েছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৪ ঘণ্টা আগে