সাকিবকে বিশেষ উপহার দিলেন কোহলি
দুই কিংবদন্তি এক ফ্রেমে—বিরাট কোহলি আর সাকিব আল হাসান। কানপুরেই কি সাকিব শেষ টেস্ট খেলে ফেললেন, সেই প্রশ্নের উত্তর জানতে আরও কদিনের অপেক্ষা। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কানপুর টেস্ট শেষে ‘বিশেষ উপহার’ দিয়েছেন বিরাট কোহলি। এই উপহারকে চাইলে বিদায়ী উপহারও বলা যায়।