মিরপুরে টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের সকালেই যে ধুঁকছে স্বাগতিক বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের তোপে শান্তরা বড্ড কেকায়দায় পড়েছেন।
টেস্ট শুরুর প্রথম সকালেই চোখের ফলক ফেলতে না ফেলতে একের পর এক উইকেট হারাচ্ছে। একপ্রান্তে মাহমুদুল হাসান জয় আগলে রাখলেও অন্যান্য সতীর্থরা ব্যস্ত আসা-যাওয়ার মিছিলে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক থেকে শুরু করে অধিনায়ক শান্ত-লাঞ্চ বিরতির আগে সবাই ড্রেসিংরুমের পথ ধরেন। ২৬.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ মুহূর্তে স্বাগতিকেরা হারিয়েছে মেহেদী হাসান মিরাজের উইকেট।
দলীয় ৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইয়ান মুল্ডারের অনেক বাইরের বল চেজ করতে যান সাদমান ইসলাম। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টেস্টে এই নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাদমান।
উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশকে মুহূর্তেই ৩ উইকেটে ২১ রানে পরিণত করেন মুল্ডার। মুমিনুল (৪), শান্ত (৭)-দুই ব্যাটারকেই ফেরান মুল্ডার। মুমিনুলের আউটের না হয় একটা ধরন আছে। ইনসুইঙ্গার ডেলিভারি মুমিনুল ডিফেন্স করতে গেলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে তালুবন্দী হয়েছেন। তবে দলের বিপদের মুহূর্তে শান্ত নিজের উইকেটটা বিলিয়ে এসেছেন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মুল্ডারকে লেগ সাইডে ঘোরাতে যান। বটম এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন কেশব মহারাজ।
একপ্রান্তে আগলে খেলতে থাকা জয়ের সঙ্গে মুশফিকুর রহিম এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে জয়-শান্ত জুটি বেঁধে খেলেছেন ৪৯ বল। তবে যোগ করেছেন ১৯ রান। ১৪তম ওভারের পঞ্চম বলে কী করবেন বুঝতে না পারেননি মুশফিক। কাগিসো রাবাদার ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক। ২০ বলে ২ চারে মুশি করেন ১১ রান। টেস্টে এটা রাবাদার ৩০০তম উইকেট। মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক লিটন দাসকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান রাবাদা। ২০তম ওভারের প্রথম বলে গালি থেকে বাঁ দিকে উড়ে বাজপাখির মতো লুফে নেন ত্রিস্তান স্টাবস। ১৩ বল খেলে লিটন করেন ১ রান।
৪৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর স্বাভাবিক গতিতে এগোতে থাকে জয় ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে। মনে হচ্ছিল লাঞ্চের আগে নির্বিঘ্নে এই ৫ উইকেটেই কাটিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলে তো! ২৭তম ওভারের প্রথম বলে কেশব মহারাজের আর্ম বল সোজা মিরাজের পায়ে আঘাত হানে। আম্পায়ার দ্রুত আউট ঘোষণা করেন। মিরাজ রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। উল্টো রিভিউ নষ্ট করেছেন। ওপেনার জয় ৮৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন।
মিরপুরে টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের সকালেই যে ধুঁকছে স্বাগতিক বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের তোপে শান্তরা বড্ড কেকায়দায় পড়েছেন।
টেস্ট শুরুর প্রথম সকালেই চোখের ফলক ফেলতে না ফেলতে একের পর এক উইকেট হারাচ্ছে। একপ্রান্তে মাহমুদুল হাসান জয় আগলে রাখলেও অন্যান্য সতীর্থরা ব্যস্ত আসা-যাওয়ার মিছিলে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক থেকে শুরু করে অধিনায়ক শান্ত-লাঞ্চ বিরতির আগে সবাই ড্রেসিংরুমের পথ ধরেন। ২৬.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ মুহূর্তে স্বাগতিকেরা হারিয়েছে মেহেদী হাসান মিরাজের উইকেট।
দলীয় ৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইয়ান মুল্ডারের অনেক বাইরের বল চেজ করতে যান সাদমান ইসলাম। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টেস্টে এই নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাদমান।
উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশকে মুহূর্তেই ৩ উইকেটে ২১ রানে পরিণত করেন মুল্ডার। মুমিনুল (৪), শান্ত (৭)-দুই ব্যাটারকেই ফেরান মুল্ডার। মুমিনুলের আউটের না হয় একটা ধরন আছে। ইনসুইঙ্গার ডেলিভারি মুমিনুল ডিফেন্স করতে গেলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে তালুবন্দী হয়েছেন। তবে দলের বিপদের মুহূর্তে শান্ত নিজের উইকেটটা বিলিয়ে এসেছেন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মুল্ডারকে লেগ সাইডে ঘোরাতে যান। বটম এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন কেশব মহারাজ।
একপ্রান্তে আগলে খেলতে থাকা জয়ের সঙ্গে মুশফিকুর রহিম এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে জয়-শান্ত জুটি বেঁধে খেলেছেন ৪৯ বল। তবে যোগ করেছেন ১৯ রান। ১৪তম ওভারের পঞ্চম বলে কী করবেন বুঝতে না পারেননি মুশফিক। কাগিসো রাবাদার ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক। ২০ বলে ২ চারে মুশি করেন ১১ রান। টেস্টে এটা রাবাদার ৩০০তম উইকেট। মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক লিটন দাসকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান রাবাদা। ২০তম ওভারের প্রথম বলে গালি থেকে বাঁ দিকে উড়ে বাজপাখির মতো লুফে নেন ত্রিস্তান স্টাবস। ১৩ বল খেলে লিটন করেন ১ রান।
৪৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর স্বাভাবিক গতিতে এগোতে থাকে জয় ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে। মনে হচ্ছিল লাঞ্চের আগে নির্বিঘ্নে এই ৫ উইকেটেই কাটিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলে তো! ২৭তম ওভারের প্রথম বলে কেশব মহারাজের আর্ম বল সোজা মিরাজের পায়ে আঘাত হানে। আম্পায়ার দ্রুত আউট ঘোষণা করেন। মিরাজ রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। উল্টো রিভিউ নষ্ট করেছেন। ওপেনার জয় ৮৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৫ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২৩ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে