Ajker Patrika

মিরপুরে সাকিবিয়ানদের লংমার্চে পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৭: ১০
মিরপুরে সাকিবিয়ানদের লংমার্চে পাল্টাপাল্টি ধাওয়া

সাকিব আল হাসান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটপাড়া উত্তাল গত কয়েক দিন ধরেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিববিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ ‘সাকিবিয়ান’রা লংমার্চ করেছে ‘হোম অব ক্রিকেটের’ কাছাকাছি এলাকায়। জানা গেছে, সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। 

শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের কাছাকাছি এলাকায় সাকিবিয়ান নামে পরিচিত সাকিবভক্তরা ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান’—এই স্লোগান দিতে থাকেন। সাকিব যে তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলতে চেয়েছেন, সেই দাবিটাই তুলেছেন সাকিবিয়ানরা।

সেই দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লংমার্চের জন্য তাঁরা সমাবেশ করেছেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর স্মারকলিপি দেওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের আটকে দেন। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করেন। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সাকিববিরোধীরা সাকিব পক্ষের আন্দোলনকারীদের ওপর হামলা করেন।

কানপুরে গত ২৬ সেপ্টেম্বর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছে সে সময়ই প্রকাশ করেছিলেন তিনি। সাকিবের শেষ টেস্ট খেলতে ঢাকায় আসা নিয়ে তখন থেকে এই ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুকের থেকে শোনা যায় বিভিন্ন রকম কথাবার্তা। 

মিরপুরে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তাঁর নামও ছিল শুরুতে। এই টেস্ট সামনে রেখে ১৬ অক্টোবর দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েই ফেলেছিলেন সাকিব। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শেষ মুহূর্তে তাঁর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। পরে জানা যায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শে সাকিবকে দেশে ফিরতে মানা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত